Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ--কবিতাশিরোনাম--""বিষাদের স্বপ্ন""কলমে---জয়া গোস্বামী২৩/০৯/২০২১ 
ঘুমিয়ে গেছে মনের সুপ্ত বাসনা গুলো সেদিনেনোনা জলে ভেসে ছিল এক বুক অভিমানে!! 
বিভোরে বসে স্বপ্নগুলো দু"চোখে সাজিয়…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ--কবিতা

শিরোনাম--""বিষাদের স্বপ্ন""

কলমে---জয়া গোস্বামী

২৩/০৯/২০২১ 


ঘুমিয়ে গেছে মনের সুপ্ত বাসনা গুলো সেদিনে

নোনা জলে ভেসে ছিল এক বুক অভিমানে!! 


বিভোরে বসে স্বপ্নগুলো দু"চোখে সাজিয়ে ছিলাম

মনকে সেটাই আবেগে বুঝিয়ে বন্দী রেখেছিলাম !! 


ধীরে ধীরে নব প্রভাতে সূর্য ঠিক সেদিন উদিত হয়েছিল 

সুমধুর কণ্ঠে পাখিরা গানে প্রভাত মাতিয়ে রেখেছিল!! 


সবই যে হয়েছে সেদিন অর্থহীন অজানা অচেনার মত

ভালোবাসার কথা বলে যাই নিত্য মনকে কত শত !! 


ভুলে গেছি মধুর স্মৃতি চোরা বালির বেদনায়

জীবন জুড়ে শুধুই মরুভূমির হাহাকারের যন্ত্রণায় !! 


জীবনে হঠাৎ করে তমশা এসে নীরবে মুখ ঢেকেছে

বলিনি সেদিন সে হৃদয় হতে বিদায় নিয়েছে!! 


কাতর ক্রন্দনে বলেছিলাম আছি ঐ পথটি চেয়ে

কত আশায় ভালোবাসা দেয়নি সেদিন এসে ছুঁয়ে!! 


নিয়েছে বিদায় দিনের আলো অন্ধকারে আছি বসে

নিভে গেছে সন্ধ্যাপ্রদীপ নিজের অতীতে গিয়েছি ভেসে!! 


আজ মেঘে ঢাকা নেই তারাদের মেলা আকাশেতে

বিষন্ন রাতে নেমে আসুক চোখে ঘুমের পাহাড় নিশিতে!! 


বিষাদে স্বপ্ন গুলো হয়েছে সেদিন চুরমার রাতের গভীরে

মেলেনি আঁখি ভুলেগেছি স্বপ্ন দেখতে ভালোবাসা নেই অন্তরে!!