শিরোনাম-খুশির বন্ধনকলমে-উত্তম ধীবরতারিখ-২৩/০৯/২০২১
বাজে মাদল সাজে কন্যে খুশিতে মশগুলচুলে দেয় করৌঞ্জা তেল খোঁপাতে বন-ফুল
চাঁদ উঠেছে আকাশ প'রেবনের মাথায় জ্যোৎস্না ঝরেসুরে,সুরে সোহাগ ভরেবাঁকা নদীর জল বইছে কুল কুল।বাজে মাদল সাজে…
শিরোনাম-খুশির বন্ধন
কলমে-উত্তম ধীবর
তারিখ-২৩/০৯/২০২১
বাজে মাদল সাজে কন্যে খুশিতে মশগুল
চুলে দেয় করৌঞ্জা তেল খোঁপাতে বন-ফুল
চাঁদ উঠেছে আকাশ প'রে
বনের মাথায় জ্যোৎস্না ঝরে
সুরে,সুরে সোহাগ ভরে
বাঁকা নদীর জল বইছে কুল কুল।
বাজে মাদল সাজে কন্যে খুশিতে মশগুল।।
বসেছে সভা পড়শী দলে মারাংবুরু থানে
হাড়িয়া নেশায় কিশোরী দল মেতেছে খুশির গানে
গাইছে সেরেঞ্জ বন-কিশোর
মাতাল হাওয়ায় হয় সে বিভোর
হলুদ রাঙা কোচা ধুতি
দোলায় মাথা ওড়াই ঝাঁকড়া চুল।
বাজে মাদল সাজে কন্যা খুশিতে মশগুল।।