Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম -- যুগান্তরের অপেক্ষাকলমে -- বিবেকানন্দ মিস্ত্রীতারিখ -- ২৬/০৯/২০২১
ইন্দুবালাপ্রেমময় পৃথিবীতে তোমাকে নিয়েভালোবাসার ইতিহাস গড়তে চাই আমি।প্রেমের অভিসারের গভীর আকুতি নিয়েযে স্বপ্নাতুর দুটি চোখ প্রতীক্ষা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম -- যুগান্তরের অপেক্ষা

কলমে -- বিবেকানন্দ মিস্ত্রী

তারিখ -- ২৬/০৯/২০২১


ইন্দুবালা

প্রেমময় পৃথিবীতে তোমাকে নিয়ে

ভালোবাসার ইতিহাস গড়তে চাই আমি।

প্রেমের অভিসারের গভীর আকুতি নিয়ে

যে স্বপ্নাতুর দুটি চোখ প্রতীক্ষায় ছিল বিভোর,

অবশেষে আজ তারা ক্লান্ত।

তবুও বাঁচতে চাই ভালোবাসার প্রতিবিম্ব হয়ে।

চাই জীবনের সকল দুঃখ বেদনাকে

পরাজিত করে অনন্ত বিজয়ী হতে।

অনন্ত অক্ষয় রাখতে তোমার

নয়নের কাজলকে।

হিমালয়ের মতো মজবুত করতে

আমাদের প্রেমের কুটির কে।

যৌবনের দ্বীপ্ত স্মৃতিময় অনুভুতিকে 

সমুদ্রের গর্জনের মতো তরঙ্গমালায় সাজাতে।

ডাহুক পাখির মতো নিদ্রাকে বিসর্জন দিয়ে

সারারাত তোমার সাথে জাগতে।

সদা প্রাণবন্ত রাখতে তোমার সকল প্রত্যাশাকে।

যতোই প্লাবন,চড়াই উতরাই আসুক না কেন

আমার জীবনে,

তবুও যুগ যুগান্ত তোমার অপেক্ষায় 

থাকবো আমি

হিমালয়ের জমাটবাঁধা বরফের মতো।


রচনা কাল -- ২২/০৯/২০২১