Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিষয়:- কবিতা শিরোনাম :- আমি মনের ফেরিওয়ালাকলমে:- স্মরজিৎ দত্ততারিখ :-১০/০৯/২০২১
আমি মনের ফেরিওয়ালা।             স্মরজিৎ দত্ত। 
ফেরিওয়ালা বিক্রি করছে অনেক,তবে বিক্রির একক মন। প্রসার ও আছে অনেকভালো মন, ভালোবাসার মন,দুঃখী মন, দুঃস্ব…

 


বিষয়:- কবিতা 

শিরোনাম :- আমি মনের ফেরিওয়ালা

কলমে:- স্মরজিৎ দত্ত

তারিখ :-১০/০৯/২০২১


আমি মনের ফেরিওয়ালা। 

            স্মরজিৎ দত্ত। 


ফেরিওয়ালা বিক্রি করছে অনেক,

তবে বিক্রির একক মন। 

প্রসার ও আছে অনেক

ভালো মন, ভালোবাসার মন,

দুঃখী মন, দুঃস্বপ্নের মন। 


ফেরিওয়ালা বিক্রি করছে অনেক। 

পসারের ক্রেতাও অনেক। 

এক ক্রেতা সুধায় তারে -

তা তোমার মনের দাম কত? 

ফেরিওয়ালা ক্রেতার মুখের দিকে

ফ্যালফ্যাল করে চেয়ে বলে-

বাবা তুমি কি মনের দাম দিতে পারবে? 

আছে তো অনেক। 

ছেলেটি বলে হ্যাঁ,পারব না কেন? 

শেষে ফেরিওয়ালা মিষ্টি হেসে বলে;

তোমার সাথের মেয়েটিকেও তো

তার মনের মূল্য পারো না দিতে। 

আবার কেন অন্য মন? 

আমার কাছে মন আছে ভিন্ন। 

কিন্তু তুমি কি তেমন পারবে হতে-

সুন্দর মনের ক্রেতা!

যে আছে তোমার সাথে,

তারও বড় ভালো মন; 

তারেই কর যত্ন। 

সুন্দরমন তখন তোমার হবে ভক্ত।