Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ:-কবিতাশিরোনাম:- শিউলির ফুলশয্যাকলমে:- শিবানী চ্যাটার্জ্জীতারিখ:-১০/৯/২০২১
শিউলির ফুলশয্যার সুবাস আজ চারিদিকে....
সেজেছে মনের মত করে প্রণয়ের ডোরে,
প্রেমের আলিঙ্গনে প্রেমিকের সেই মনোলোভা সোহাগে, 
আজ শিউলির রূপ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ:-কবিতা

শিরোনাম:- শিউলির ফুলশয্যা

কলমে:- শিবানী চ্যাটার্জ্জী

তারিখ:-১০/৯/২০২১


শিউলির ফুলশয্যার সুবাস আজ চারিদিকে....


সেজেছে মনের মত করে প্রণয়ের ডোরে,


প্রেমের আলিঙ্গনে প্রেমিকের সেই মনোলোভা সোহাগে, 


আজ শিউলির রূপের ছটার আবেশ কেড়েছে দুনয়ন....


নরম শয্যার মাঝে শিউলির লজ্জাবনত ঢাকা মুখের আড়াল হতে দেখি মুগ্ধতার হাসি,


নীল আকাশের ধ্রুবতারা ও নক্ষত্রদের সাক্ষী রেখে শিউলি রাতভোর এই ফুলশয্যায়...


মাখে ভালোবাসার চন্দন,


আকাশ বাতাসকে সাক্ষী রেখে শিউলির ভালোবাসা শরতের বুকে হয় উজ্জীবিত,


প্রথম ভোরের সূর্য সোনালী আলোয় শিউলির ফুলশয্যা যখন অবলোকন করে.....


ঈর্ষাবশত  শিউলির প্রেমে আকর্ষিত হয়,


পেতে চায় নরম হাতের স্পর্শের সুবাসিত ফুলশয্যা।


বারবার ফিরে ফিরে চেয়ে ভোরের আকাশ থেকে সূর্য দেখে মুগ্ধতা.....


একটু পরেই হলুদ আলোয় শিউলি গুটিয়ে নেয় তার ফুলশয্যা...


লজ্জা ঢাকা মুখে মুক্তোর হাসি ঝরতে থাকে সারা দিন ভোর,


রাতের আবার ফুলশয্যার অপেক্ষায়।


যেখানে প্রেমের পরশের শীতল স্নিগ্ধতা।