Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
#ও আমার কাছে এসে দূরে গেল
ডা.শামস রহমান ১৯ ভাদ্র'১৪২৮;ইং ০৩/০৯/২১
ও কাছে এসে দূরে চলে গেল,কথা ছিল যত জানা তো হলো নাকতকিছু ঘটে যায় কেউ বুঝতে পারে না,হৃদয়ের সূক্ষ চেতনায়!আমি চাইবো না ফিরে তোমার দিকে,সে কি হতে…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


#ও আমার কাছে এসে দূরে গেল


ডা.শামস রহমান 

১৯ ভাদ্র'১৪২৮;ইং ০৩/০৯/২১


ও কাছে এসে দূরে চলে গেল,কথা ছিল 

যত জানা তো হলো না

কতকিছু ঘটে যায় কেউ বুঝতে পারে না,

হৃদয়ের সূক্ষ চেতনায়!

আমি চাইবো না ফিরে তোমার দিকে,

সে কি হতে পারে কখনও 

কেন আসব না কাছে তুমি ডাকবে যখন,

হৃদয় সারা দেয় যে তখনই!

আমি ছিলাম পাশে আছি,থাকব না যখন 

মনে পড়বে কি আমায় তখন

ঝরা বকুল বিছানো মেঠোপথ ধরে 

একা চলবে কি আনমনে?


ভুলগুলো যখন পড়বে মনে,রেখো 

ভাবনার মাঝে আমায়

সাথী থাকব সেদিনও হৃদয়ের মাঝে,

আশায় ভালোবাসায়।

কারও থাকা না থাকায় কতকিছু বদলে যায়,

যদি কোথাও হারিয়ে যাও

তারার পানে চেয়ে দেখবে দূরে,ফুটব 

সাঁঝের মায়ায় ।

আমার স্বপ্নগুলো এতো ছোট্ট কেন,উড়ে 

যায় পলকা হাওয়ায়

কথার মাঝে কথা এসে যায়,কি মধুর 

সে চাওয়া পাওয়ায়!


আকাশের আছে সুনীল সামিয়ানা,

তার চাদরে মুখ লুকাই 

তোমার মনে আছে ঝিলমিল রৌদ্র,কি 

বাসনায় পথ হারাই!

কে দেবে আমায় সেদিনের সকাল,দেখব 

আয়নায় চোখ মেলে

প্রাণের পরশ ছড়িয়ে দেবো সখী যেখানে 

পদচিহ্ন রেখেছিলে!

এখনো স্বপ্ন দেখে যাই তোমাকে কাছে পাই,

কত সাধনার পরে

সে আমার ভাগ‍্য যা লেখা আছে আগেই,

কে রুখবে জীবনের মোড়ে!


#কবিস্বত্ব_সংরক্ষিত।