নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর ফার্মা ম্যানেজার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংগঠনের সদস্য-সদস্যা ও পরিবারবর্গকে নিয়ে মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর স্মৃতি মন্দির সভাগৃহে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। প্র…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর ফার্মা ম্যানেজার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংগঠনের সদস্য-সদস্যা ও পরিবারবর্গকে নিয়ে মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর স্মৃতি মন্দির সভাগৃহে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা, পরিবারের সদস্য-সদস্যারা এবং অতিথি শিল্পীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন সম্পাদক তন্ময় চক্রবর্তী,সভাপতি সুজিত বিশ্বাস, যুগ্ম কোষাধ্যক্ষ স্বরূপ ঘোষ ও অপু পড়িয়া সহ সমস্ত সদস্যরা।
পরিবার পরিজন মিলে দেড় শতাধিক সংস্কৃতি প্রেমী এদিনের অনুষ্ঠানে যোগ দেন। সংগঠনের সম্পাদক তন্ময় চক্রবর্তী জানান মূলতঃ সংগঠনের সদস্যদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং কিছু সমাজসেবা মূলক কর্মসূচি রূপায়ণের লক্ষ্য ২০২৪ সালে তাঁরা অরাজনৈতিক ভাবে এই সংগঠনটি গড়ে তুলেছেন। ইতিমধ্যে এই সংগঠনের সরকারী রেজিস্ট্রেশন হয়ে গেছে।
তন্ময়বাবু আরও জানান তাঁদের সদস্যদের পেশাগত প্রয়োজনে অনেক সময় বাড়ির বাইরে বেশ কয়েকদিন থাকতে হয়। অনেকের বাড়িতেই শিশু সন্তান ও বৃদ্ধ পিতা মাতা ও রয়েছেন। সদস্য বন্ধুরা বাইরে থাকার সময় সেই সদস্যের বাড়িতে কোন বিপদ হলে যাতে অন্য সদস্যরা উপস্থিত হয়ে সেই সমস্যার সমাধান করতে পারেন,সেই লক্ষ্যে তৈরি হয়েছে এই সংগঠন।
পাশাপাশি তাঁরা সবাই বেসরকারি ঔষধ কোম্পানীতে কাজ করেন। অনেক সময় অনেকেই কাজ হারাতে হয় এবং নতুন চাকুরি পেতে কিছুটা সময় লাগে।সেই সময় আর্থিক সমস্যার পড়ে যান সেই সদস্য। যাতে চাকুরী হারা সদস্যকে চাকুরি হারিয়ে আর্থিক সমস্যায় পড়তে না হয় সেদিকে লক্ষ্য রেখে সকলে মিলে তহবিল গড়ে তুলেছেন।
যেখান থেকে চাকুরি হারা সদস্যকে আর্থিক ভাবে সহযোগিতা করা হয়। এরই সাথে সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাঁরা কিছু সামাজিক কর্মসূচিও গ্রহণ করেছেন। তাঁরা ইতিমধ্যে রক্ত দান শিবির আয়োজন করেছেন । ভবিষ্যতে শীতকালে শীতবস্ত্র বিতরণ সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করবেন।




