Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ-কবিতাশিরোনাম- পবিত্রতাকলমে-শিলন হাজরা তারিখ-০৩/০৯/২০২১
অসৎ যিনি কীভাবে বোঝেন তিনি ন্যায়- নৈতিকতার পবিত্র মধুর বাণী?বৃথা প্রচেষ্টা;বোঝানো তাকে দায়মানুষকে হেয় ভাবে তার আত্মগরিমায়।অসততার মালা গলায়, বাঁকা কথা মুখে ভুলকে পরশমণি ভ…

 


বিভাগ-কবিতা

শিরোনাম- পবিত্রতা

কলমে-শিলন হাজরা 

তারিখ-০৩/০৯/২০২১


অসৎ যিনি কীভাবে বোঝেন তিনি 

ন্যায়- নৈতিকতার পবিত্র মধুর বাণী?

বৃথা প্রচেষ্টা;বোঝানো তাকে দায়

মানুষকে হেয় ভাবে তার আত্মগরিমায়।

অসততার মালা গলায়, বাঁকা কথা মুখে 

ভুলকে পরশমণি ভেবে থাকে মহাসুখে।

পাণ্ডিত্যের ধ্বজাধারী সবাইকে ভাবে মূর্খ 

বিবেক যার মূর্ছাগত এমনি তার দর্প।

হৃদয়হীন আচরণে বোঝায় তার পবিত্রতা 

মরণকালে বোঝে সে সবকিছুর ব্যর্থতা।

এমন মানুষ বাঁচে নিজ স্বার্থের জন্য 

স্বল্প সুখে নিজেকে ভাবে ধন্য ধন্য।

সব মানুষ তো আর এমন নয়

কিছু আছেন মহৎ হৃদয় এই ধরায়

নিঃস্বার্থ,বিনাশর্তে জীবন করে পণ

মানবসেবায় নিয়োজিত আদর্শে মহান।

পরের দুঃখে কাঁদে আর হাসে পরের সুখে

মূল্যবোধের পরম শিক্ষার পরশ নিয়ে বুকে।

মানুষকে আপন করে নিজের সুখ খোঁজে 

ঈশ্বরকে খুঁজে বেড়ায় দীন দুঃখীর মাঝে 

বিত্তশালী নাই বা হল,থাকুক দারিদ্র্যতা

বৃহৎ হৃদয় জুড়ে থাকে শুধুই পবিত্রতা।

বিনম্র শ্রদ্ধায় তাদের প্রতি নিবেদন নমস্কার 

তাদের আশীষ পেলে পাব শ্রেষ্ঠ পুরস্কার।


সাগরদিঘী, মুর্শিদাবাদ