Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টির সাহিত্য যাপনশিরোনাম_বাতাসে গন্ধ পাইপবন কুমার সাহা২৮/৯/২০২১
এই পৃথিবী ফুলে তে ভরাআর কি কাছে চাইরঙ বেরঙের কলিতে ওরাবাতাসে গন্ধ পাই ।
রঙ বেরঙের ফুল গুলি পাপড়ি মেলে আছেসুখ সাগরে স্রোতের নদীঢেউ তুলেই গেছে।
ভোরের রবির ছোঁয়া নিয়…

 


সৃষ্টির সাহিত্য যাপন

শিরোনাম_বাতাসে গন্ধ পাই

পবন কুমার সাহা

২৮/৯/২০২১


এই পৃথিবী ফুলে তে ভরা

আর কি কাছে চাই

রঙ বেরঙের কলিতে ওরা

বাতাসে গন্ধ পাই ।


রঙ বেরঙের ফুল গুলি 

পাপড়ি মেলে আছে

সুখ সাগরে স্রোতের নদী

ঢেউ তুলেই গেছে।


ভোরের রবির ছোঁয়া নিয়ে

হৃদয় কুঁড়ি বারে

রাতের শিশিরে ভিজে গিয়ে

পেখম মেলে ধরে।