Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
কবিতা - মূল্যহীন জয়দেব মাইতি (১৩/০৯/২০২১) 
বাঁচতে গেলে রোজগারটা জরুরি সবার আগে, আপনজনের হাসি ফোটায় সকল অশান্তি ভাগে।
কলম ঠেলা অফিস করা সেই হন্তদন্ত রোজ,  সব ভাগ্যে যদিও অধরা কজন রাখেন খোঁজ। 
কর্ম বিমুখ ভাবুক মানু…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


কবিতা - মূল্যহীন 

জয়দেব মাইতি (১৩/০৯/২০২১) 


বাঁচতে গেলে রোজগারটা 

জরুরি সবার আগে, 

আপনজনের হাসি ফোটায় 

সকল অশান্তি ভাগে।


কলম ঠেলা অফিস করা 

সেই হন্তদন্ত রোজ,  

সব ভাগ্যে যদিও অধরা 

কজন রাখেন খোঁজ। 


কর্ম বিমুখ ভাবুক মানুষ 

শব্দ বুননে ব্যস্ত,  

নতুন কিছু সৃষ্টিতে মগ্ন 

বোকার হদ্দ আস্ত। 


পুঁথি ছাপার সুযোগ এলে 

বিক্রি নিশ্চিত নয়,  

নেটের যুগে ব্যস্ত মানুষ 

একই অভাব রয়। 


শব্দ বেচে পেটের ভাতের

হয়না কভু যোগাড়, 

গরুর শোকে শকুন কাঁদে 

মুচকি হাসে ভাগাড়।  


         -- ফিরে দেখা --