Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাশিরোনাম - বানভাসি শৈশবকলমে - অসীম মজুমদারতারিখ - ১৪/০৯/২০২১
জন্ম-মৃত্যুর কারণ বোঝে নাবোঝে শুধুই ক্ষিদের জ্বালা,মৃতদেহের গাড়ির পেছনে ছোটেছোঁড়া পয়সায় ভাত এক থালা।
হাতে দু-টুকরো পাথর বাজিয়েবাসে প্র…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - কবিতা

শিরোনাম - বানভাসি শৈশব

কলমে - অসীম মজুমদার

তারিখ - ১৪/০৯/২০২১


জন্ম-মৃত্যুর কারণ বোঝে না

বোঝে শুধুই ক্ষিদের জ্বালা,

মৃতদেহের গাড়ির পেছনে ছোটে

ছোঁড়া পয়সায় ভাত এক থালা।


হাতে দু-টুকরো পাথর বাজিয়ে

বাসে প্রতিদিন, বেসুরো গান গায়;

দেখেও দেখে না সভ্য সমাজ, 

ঘেন্না বা লজ্জায় মুখ ফেরায়।


কাজের মেয়েটা কচি হাত দিয়ে

সারাদিন ধরে, মুখ বুজে কাজ করে;

পায়'না একটু প্রশংসা বা সহানুভূতি

অল্পেতেই বকা খেয়ে শুধু মরে।


ভাতের হোটেলে এঁটো পাত মোছে, 

দিনভর বাড়িয়ে দেয় এটা-ওটা।

অক্লান্ত পরিশ্রমে নগণ্য পারিশ্রমিক 

দু-বেলা, দু-মুঠো ভাত মোটা।


শিশুমন তার, হয়নি তো পাকা; 

শরীর মনেতে ঘৃণ্য ছোঁয়া।

প্রিয় কোন মামা-কাকার আদরে, 

অকালে শৈশব গেছে খোয়া।


শৈশবকাল বড় অভাবে ভুগছে,

ক্রমে হারিয়ে যাচ্ছে শিশুর হাসি,

হাজার হাজার শিশুর কাঙ্ক্ষিত সুখ

সামাজিক নিপীড়নে বানভাসি।