সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম ۔۔۔۔۔আজও প্রশ্ন করে কলমে ۔۔۔۔۔প্রবীর চক্রবর্তী লেক গার্ডেন্স , কলকাতা ৪৫ তারিখ ۔۔۔۔۔১৫ / ০৯ / ২১
তোমার কাছে তোমার বুকের মাঝে ই তো চেয়েছিলেম প্রিয় ,একখানা ভালো বাসা কেন এমন করে দূরে ঠেলে ,আমারে এমন করে…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম ۔۔۔۔۔আজও প্রশ্ন করে
কলমে ۔۔۔۔۔প্রবীর চক্রবর্তী
লেক গার্ডেন্স , কলকাতা ৪৫
তারিখ ۔۔۔۔۔১৫ / ০৯ / ২১
তোমার কাছে
তোমার বুকের মাঝে ই
তো চেয়েছিলেম প্রিয় ,
একখানা ভালো বাসা
কেন এমন করে দূরে ঠেলে ,
আমারে এমন করে পর করে দিলে ?
চিরতরে ছেড়ে চলে যাবার দিনে
তোমার অব্যক্ত সজল অভিমানীনি
দুই নয়নে হয়তো আমায় এই প্রশ্নগুলোই করে ছিলে |
মুখে কোনও কথা না বলে তুমি সেদিন চলে গেলে ,
দূরে বহুদূরে
মোরে ছেড়ে চিরতরে |
তুমি চলে গেলে
আমার বলার কিছু ছিল না |
চেয়ে চেয়ে দেখলাম
তুমি চলে গেলে ,
ভুল করে সেদিন স্মৃতিগুলো
গেলে তুমি ফেলে ,
চেয়ে চেয়ে দেখলাম
তুমি চলে গেলে |