Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
দাঁড় বেয়ে প্রতিকূলেকেশব মণ্ডল ( হঠাৎ-কবি )১৩।০৯।২১
অঙ্কনা টেনশনে অঙ্ক না ইতিহাস   ফিউচার ভালো কার চিন্তায় হাঁসফাঁস।  বিবেকের রায়দান -‘ঠিকমত একদিনযাই পড়ো পড়ে যাও হবে নাকো দীন’।অঙ্ক ছেড়ে দিয়ে নতুনের পথ শুরুভয় ত…

 


সৃষ্টি সাহিত্য যাপন


দাঁড় বেয়ে প্রতিকূলে

কেশব মণ্ডল ( হঠাৎ-কবি )

১৩।০৯।২১


অঙ্কনা টেনশনে অঙ্ক না ইতিহাস   ফিউচার ভালো কার চিন্তায় হাঁসফাঁস।  

বিবেকের রায়দান -‘ঠিকমত একদিন

যাই পড়ো পড়ে যাও হবে নাকো দীন’।

অঙ্ক ছেড়ে দিয়ে নতুনের পথ শুরু

ভয় তবু যায় না যে বুক দুরুদুরু।

যাই হয় হোক গে ঠুকে দিয়ে তাল

ইতিহাসে গাঁ ঘেঁসে ফের শুরু চাল।

খেলে হেসে ভালোবেসে সেই ‘হাস চিনলো

যত আছে খাজানা বুক ভরে কিনলো।

সিদ্ধির লাভ পেতে জিদ্দি মেয়ে আজ

ইতিহাস গুলে খায় ফেলে বাকি কাজ।

চাকরির মন্দাতে নাজেহাল হয় বড়

গঞ্জনা সইলেও তার চেয়ে জিদ দড়ো।

অঙ্কনা আজ যদি অঙ্কটা পড়তো।

জনাকয় সখা বলে -‘কেরিয়ার গড়তো’।

সুখমাঝে ভুতকিল খাইয়া যে বসিলো

বারবার বুঝিয়েও কানে কি যে পশিলো।

বাঁধা যত জিদ  তত লগন যে জারি

ভোর হলো একদিন রাত গেলো হারি।

অবশেষে পুবাকাশে উঁকি দিলো সূর্য

সেরা হয়ে সেইদিন বাজালো সে তূর্য।

আজকে সে জয়ী বলে খুশি দেখি বন্ধুর

মসৃণ করে নিয়ে পথ যত বন্ধুর।


                ………………