Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা    :   হিজিবিজি আঁক কাটিকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ০৩ , ০৯ , ২০২১
নীরবে আমরা লালন করি বক্ষের তিমিরে ,মহানন্দেই নেচে বেড়াই অসম্ভবকে ঘিরে ;তাপ দিয়ে তায় একান্তে আগামী দেখতে চাই ,তাই জানালাখানা পুব…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা    :   হিজিবিজি আঁক কাটি

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ০৩ , ০৯ , ২০২১


নীরবে আমরা লালন করি বক্ষের তিমিরে ,

মহানন্দেই নেচে বেড়াই অসম্ভবকে ঘিরে ;

তাপ দিয়ে তায় একান্তে আগামী দেখতে চাই ,

তাই জানালাখানা পুবের খুলে রাখি সব্বাই ।


ভাবনা ঘিরে ভাবনা জমে মেঘ যেমন আকাশে ,

রং খোঁজে মন ভাবনামত মনের সকাশে ;

শাখায় পাতায় নিত্য দোল দিয়ে যাই কলি ,

গান শোনাতে নিত্য রচি নীরব কথাকলি ।


চুপস্বপ্ন দিয়ে স্বপ্ন কত সাজাই থরেথরে ,

কত কথা লিখি অন্ধকারে সোনার আখরে ;

কত সুর ওঠে গুনগুনিয়ে নীরব বীণায় ,

পথভোলা কে পথ খুঁজে পথেই দিন কাটায় ।


মাথায় নিয়ে মেঘপাহাড় মাথায় নিয়ে রোদ ,

স্বর্ণকণা খুঁজে বেড়াই সাগরবেলায় রোজ ;

তুচ্ছ করি মরুর ঝড় নিত্য মরুর বুকে ,

সকল সুখে আগুন দিয়ে কী এক স্বপ্নসুখে ।


সুখখানা দেখি দীঘির জলে পদ্ম হয়ে ফোটে ,

আঁধার ভেঙে সূর্য হয়ে পুব আকাশে ওঠে ;

সুখ শুনি আকাশপারে বাজে চাঁদের বীণায় ,

মুক্ত হয়ে ঘাসে ঘাসে ঝলে শিশির-কণায় ।


সুখ খুঁজে কে সুখভোলা গড়ে সুখের পাহাড় ,

আলো খুঁজে জমিয়ে তোলে কেবলই আন্ধার ;

ধসে গেলে মেঘের পাহাড় আকাশখানা ফাঁকা ,

ক্যানভাসেতে অর্থহীন হিজিবিজি আঁক কাটা ।

---------------------------------------------------------------