Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
#আমায় নিয়ে চলো হৃদ্‌গগনে
ডা.শামস রহমান ২৬ ভাদ্র'১৪২৮;ইং ১০/০৯/২১
তুমি ছুঁয়ে গেলে বিকাশোন্মুখ কলি,ফুল হয়ে ফুটলো দখিন দোলায়আলতা পরা পায়ে শষ্পে হেঁটেছ,মিশেছিল শিশির ছোঁয়ায়।প্রভাতের রবি কুসুমকলি,চোখ মেলে চেয়েছে…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


#আমায় নিয়ে চলো হৃদ্‌গগনে


ডা.শামস রহমান 

২৬ ভাদ্র'১৪২৮;ইং ১০/০৯/২১


তুমি ছুঁয়ে গেলে বিকাশোন্মুখ কলি,ফুল 

হয়ে ফুটলো দখিন দোলায়

আলতা পরা পায়ে শষ্পে হেঁটেছ,মিশেছিল 

শিশির ছোঁয়ায়।

প্রভাতের রবি কুসুমকলি,চোখ মেলে 

চেয়েছে ঊর্ধ্বমুখে

ভোরের বাতাস বলেছে,আজ তোমার প্রাঙ্গনে 

ভ্রমর কি আসবে সখী?

অলির যত গান ভরেছে প্রাণে,কলি কি সুখে

তারে জাগায়

মুখর হলো আজ কলকাকলিতে,সে বিজনে

কার পানে ধায়!


অলি কাছে এসে যেন কি বলতে চায়,

সখী আঁখি ভরেছে পুষ্পবনে,

মল্লিকা জুঁই ছুঁয়ে দিলে সোহাগে,হৃদয় কেড়েছ

গানের ভুবনে !

সে আমার প্রেম যেন অসীমের ধ্রুবতারা,

কত তারার তিমিরে জ্বলে 

যতদিকে চাই তাকে দেখতে পাই,খুঁজি

নিজেরে হারায়ে অন্তস্থলে!


কক্ষপথ ঘুরে চন্দ্র-সূর্য দূরে,মাঝে 

পৃথিবী আড়াল করে

গ্রহণ লেগে আছে তার অনন্তকাল ধরে,

যত মানুষের ভীড়ে!

মনে মনে খেলা দুপুর বেলায়,কত সুর 

আর এতো গানে

আলো ঝরিয়ে যাও ভরে দাও আমায় নিয়ে 

চলো হৃদ্‌গগনে।


#কবিস্বত্ব_সংরক্ষিত।