Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা ঃ শরতের বিকেল কবি ঃগোলাপ মাহমুদ সৌরভ তারিখ ঃ০৯/০৯/২০২১
ভাদ্র আশ্বিন  মিলে হয়ঋতু রাজ শরৎকাল, সাদা কাশফুলের নরম ছোঁয়াকেটেছে আমার বাল্যকাল। 
শরৎ রজনীতে ফুটে কতো শাপলা শালুক পদ্মফুল, কিশোর কিশোরী মেতে উঠে ভীড় …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা ঃ শরতের বিকেল 

কবি ঃগোলাপ মাহমুদ সৌরভ 

তারিখ ঃ০৯/০৯/২০২১


ভাদ্র আশ্বিন  মিলে হয়

ঋতু রাজ শরৎকাল, 

সাদা কাশফুলের নরম ছোঁয়া

কেটেছে আমার বাল্যকাল। 


শরৎ রজনীতে ফুটে কতো 

শাপলা শালুক পদ্মফুল, 

কিশোর কিশোরী মেতে উঠে 

ভীড় করে নদীরকুল। 


জুঁই কেয়া শিউলি জবা

ফুটে সাদা কাশবন, 

আষাঢ় এলো বৃষ্টি এলো 

দোলনচাঁপা শ্বেতকাঝন। 


শরতের বিকেল স্নিগ্ধতা মুগ্ধ 

চারদিকে পূবাল হাওয়া, 

কামিনী,মল্লিকা,মাধবী,জয়ন্তী 

কাশফুলের নরম ছোঁয়া। 


এসো প্রেয়সী শরতের বিকেলে

হাত ধরে হাঁটি, 

আকাশে ঘনকালো মেঘের খেলা 

বৃষ্টি ভেজা মাটি। 


শরতের আকাশে মেঘের পালক 

তারা করছে ছোটাছুটি, 

কাশবনে হবে প্রেম আলাপন

খেতে মজা মটরশুঁটি। 


বর্ষার জলে ঢেউয়ের খেলা 

ডিঙি চড়ে মাঝি,

ভাটিয়ালি সুরে পল্লী রাখাল 

বাঁশির সুর খুঁজি। 


ঘুমটা পড়া কৃষাণ বধূ

কুড়ায় নদীর জল,

খোঁপা বেঁধে শিউলি জবা 

উড়ায় শাড়ির আঁচল।