Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।---------------------------ভাষায় তুমি। ------------------
ভাষারা ধরা দেয় তোমার ভাবনায় যখন থাকি।   সৃষ্টি যেন তোমার ভাবনায় আমাকে সাহস দেয়।মনের গভীরে খুঁজে ফিরি নিত্যে ভাষা সন্ধানে।    কপালের টিপ দেখে ছন্দরা নেচে…

 


সৃষ্টি সাহিত্য যাপন।

---------------------------

ভাষায় তুমি। 

------------------


ভাষারা ধরা দেয় তোমার ভাবনায় যখন থাকি।

   সৃষ্টি যেন তোমার ভাবনায় আমাকে সাহস দেয়।

মনের গভীরে খুঁজে ফিরি নিত্যে ভাষা সন্ধানে।

    কপালের টিপ দেখে ছন্দরা নেচে উঠে। 

কাজল নয়ন দেখে ভাবি কোন হরিণ সন্মুখে। 

    প্রবল জলোচ্ছ্বাস শুভ্র হাসিতে ধরা পড়ে। 

কম্পিত অধর মাদকতা আনে উচাটন মন দিশাহারা। 

     কালো মেঘের মতো কেশরাশি ভেসে যায়।

চলার ছন্দে নূপুরের তাল গুনি অবাক বিষ্ময়ে। 

    কলঙ্ক তোমার অধরের পাশে একটা কালো তিল। 

তুমি কল্পনার অনুভূতি, বহু পথ 

হেঁটে যেতে পারি। 

    তোমার ভুবন ভোলানো হাসি মিস্টি সুরেলা কন্ঠ, 

আমার ভাষারা প্রান প্রতিষ্ঠা খুঁজে পায়। 

    নিভৃতে তোমার ছবি আঁকি ভাষায় সাজাই অবিরত। 

তোমার গোপন হৃদয়ে প্রবেশের ছাড় পত্র নেই। 

    নেহাৎ সাদামাটা ভাবনায় তোমাকে সাজাই অবিরত। 

আমার মেঘ বরন কন্যা তুমি স্বপ্ন ব্যক্তিগত। 

    প্রকাশিত, প্রত্যাশিত নও সবার মাঝে, সুন্দর ভাবনায়। 

কল্পনার বিলাস নও ভাবাবেগের আবেগ নও।

    আমার একান্ত গোপন ভালোবাসা, নৃভিতে কুজন। 

চির প্রষ্ফুটিত প্রকৃতির মাঝে উজ্জ্বল জ্যোতিষ্ক। 

    আমার প্রানের স্পন্দন হৃদয়ের অনুভূতি। 

চির অক্ষয় প্রতিমা মনের গোপনে অমলিন।

    তোমার জন্য আমার ভাষারা আজও উন্মুক্ত। 


"মেঘদূত"

03,09,2021

কোলকাতা।