Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম: ঘূর্ণির মতো আজো ঘুরিকলমে: বিমান বিশ্বাসতারিখ:০৪_০৯_২০২১
মনে হয় ইচ্ছের পাপড়ির রংতুলিতে আঁকতে থাকিসুখের পান্ডুলিপির নগ্ন শরীর।
টইটুম্বুর ভরা বাদলের ধারা ভাসিয়ে দিই ভাসিয়ে দিই বেদনার ধূসর ক্লান্তির উল্…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম: ঘূর্ণির মতো আজো ঘুরি

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:০৪_০৯_২০২১


মনে হয় ইচ্ছের পাপড়ির রংতুলিতে আঁকতে থাকি

সুখের পান্ডুলিপির নগ্ন শরীর।


টইটুম্বুর ভরা বাদলের ধারা ভাসিয়ে দিই 

ভাসিয়ে দিই বেদনার ধূসর ক্লান্তির উল্লাসে

ব্যথারা করুক ছেলেখেলা শৈশবের স্মৃতির রক্ত কণিকায়।


শুনেছি কতো কৃষকের

ক্ষয়ে যাওয়া পায়ের হাসি, লাঙ্গলের ফলার চিকন অনুভূতি, মুক্তোয় ভরা ফুলশয্যার নিভৃত বাসরের ক্লান্তির চোখের কোণে ঘুমের অসুখের তানপুরার সুর।


সবই যেনো আজ আঁধার সয়ে যায়

ভোরের শিশির ভেজা পথের বাঁকের শিরার রূপ কথার ভিড়ে বহ্নি শিখার বাতাসের দহনে।


শুনেছি শীতল সমীরে বাউলের হাকডাক,কোকিলের কুহু রব অতিথি মৌসুমী সমীরের আঘাতের চিহ্ন চুম্বনের কিরণ হর্ষে।


কেটেছে বিনিদ্র রজনী মধুকরীর উষ্ণ শুভেচ্ছার রক্ত প্রবাহের জাঁতার দাবানলে।

তবু নীরব থেকেছি সর্বশান্ত হবার ভয়ে মনের দেউল এঁটে, প্রতীকী অনশন করেছি কবিতার আশ্রয়ে পিপাসার পূর্ণাবয়বে।


ভেবেছিলাম আসমান ছোঁবো পৃথিবীর ধুলোর আস্তরণ রক্তে মেখে

ভেবেছিলাম ছেটাবো প্রেমের কণা সাগরের বুকে ভালোবাসার ঘুম ভাঙবে তরঙ্গের শুষ্ক ত্বকে।


তুমি এমন ভাবে চলে গেলে

যেন আলোক রশ্মির তার কেটে গেল সংহতির আড়ষ্টে।

 স্বর্গের ঝিলিক দিয়ে তুমি হারালে চন্ডীদাসের ছিপের রসালো ঠোঁটের ক্ষুধার কৃপণতা নিয়ে।


সুরঞ্জনা আজো কেন তুমি নীরব মৃত্যুর চাপা জলোচ্ছ্বাস

একদিন ঐশ্বর্যে সাজানো ছিল তোমার উষ্ণ বাসন্তী মুকুল,

সারল্যের স্বচ্ছতা দিয়েছিলে আমায় জ্যোৎস্নার অন্ধকারে চুপিচুপি রুদ্ধশ্বাস চিঠির পাতায়।


ইশারায় ডেকেছি কতো কাচের জানলার ফাঁক গলে আশা মেঘের ভেজানো চুলের গন্ধ নিয়ে

শোনোনি তুমি 

পারিজাত নিয়ন আলোয় ডুবে প্রতিচ্ছবি রেখে গেলে চোখের উঠোনে।


ভুলের ওজন মাপতে শিখিনি আজো 

তাই তোমার প্রতিকৃতি জীবন রাঙায় চির ধরা সময়ের ধূসর ক্লান্তির হিমেল হাওয়ার শাখা প্রশাখায়।


Copyright All Rights Reserved To Biman Biswas