Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগঃ কবিতা বিষয়ঃ উম্মুক্ত শিরোনামঃ সাদা মনের মানুষ কলমেঃ মোঃ ইলিয়াছ আহমেদ তারিখঃ ২৩/০৯/২০২১ইং 
সাদা মনের  মানুষ যারা  সাদা তাদের চিত্ত,পরের ভালোর তরে তারা থাকেন সদা মত্ত।জ্ঞান চর্চায় কাজ করে যায় কাঁধে রেখে কাঁ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগঃ কবিতা 

বিষয়ঃ উম্মুক্ত 

শিরোনামঃ সাদা মনের মানুষ 

কলমেঃ মোঃ ইলিয়াছ আহমেদ 

তারিখঃ ২৩/০৯/২০২১ইং 


সাদা মনের  মানুষ যারা  সাদা তাদের চিত্ত,

পরের ভালোর তরে তারা থাকেন সদা মত্ত।

জ্ঞান চর্চায় কাজ করে যায় কাঁধে রেখে কাঁধ,

মনের মাঝে থাকে তাদের ভালো করার সাধ।


পরের ভালো করতে গিয়ে নিজের করে ক্ষয়,

সাদা মনের মানুষেরা মানব কাজে করে জয়।

সুখে দুখে মিলে থাকে সদাই মানুষেরই পাশে,

ভালো মনন গড়তে তারা থাকে দুখীর আশে।


লেনদেনে আর চাল চলনে সহজ সরল ভক্তি, 

কথা বার্তায় তিক্ততা নাই মাথায় আছে যুক্তি।

ভবের মাঝে কেউতো নাহি ঠকে তাদের দ্বারা,

হয় না তবু দিশেহারা সাদা মনের মানুষ তারা।


দুঃখ যাদের নিত্য  কাঁদায় দুঃখ তারা করে দূর,

ব্যবহারের সরলতায় গাঁথে মানুষের সুখের সুর।

সাদা মনের মানুষগুলো চলে সদা ভালো পথে,

দিন রজনী চলে বয়ে মানুষের মঙ্গল মনো রথে।


সাদা মনে মানুষ পরের তরে জীবন করে ত্যাগ,

অন্যের কাজে বিলিয়ে দেয় আপন সুখের ব্যাগ। 

আশার আলো এই ভবেতে ফুটবে ভাই যতদিন,

সাদা মনের মানুষ গুলো সুখেই হাসবে ততদিন।।