Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ: কবিতাশিরোনাম: বহনকলমে: সোমনাথ চ‍্যাটার্জ্জী২২-০৯-২০২১"""""""""""""""""""এবার একটু থামতে পারো,চোখ বুলিয়ে নিতে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ: কবিতা

শিরোনাম: বহন

কলমে: সোমনাথ চ‍্যাটার্জ্জী

২২-০৯-২০২১

"""""""""""""""""""

এবার একটু থামতে পারো,

চোখ বুলিয়ে নিতে পারো,

ফেলে আসা রাস্তার

অনেক কাঁকর পাথুরে কাঁটার

দংশনের ক্ষত তোমার পায়ে,

হয়তো তারা ঝাপসা আজ,

চোখে বিশ্বাসের মোটা ছানি পড়ে গেছে

দৃষ্টি তাই অস্বচ্ছ,

সময়ের সাথে পাল্টাতে হয় 

বিশ্বাসের কাচ চশমার মতো,


এবার একটু জিরিয়ে নিতে পারো

চোখ তুলে দেখে নিতে পারো

পথে কোনো চেনা গাছ চোখে পড়ছে কি?

হয়তো না, সব অচেনা গুল্মলতা,

তোমার ছানি পড়া চোখের পর্দায়

এবার একটু বিরতি টানো,


ছোট ছোট বিরামে পথ দেখে নিও,

যে পথে এতদিন আসা হলো,

বদলাতে হতে পারে রাস্তা,

বদলাতে হয়,

হয়তো এ পথ তোমার নয়,

ছেড়ে দাও পথের মায়া,

ছেড়ে দিতেও তো হয় একসময়ে,


হৃদয়টা দেখে নিও

যা বলবে বলে ভেবেছিলে

গুমরে থাকা পরিত‌্যক্ত অনুভূতিগুচ্ছ,

এখনো সময় আছে তাদের মুক্তি দাও,

তোমার চোখ ক্রমশ ঝাপসা থেকে

ঝাপসাতর নিকষ কালো অন্ধকারে

নিমজ্জিত হবার আগে,

দু হাতের মুঠো খুলে দেখে নিও

একটিও ধুলিকনা বহন করোনা আর ।


           ---------- : : --------

©️সোমনাথ চ‍্যাটার্জ্জী