Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা - চক্ষুদান কবি - রাজীব সেখতারিখ - 21/09/21
চক্ষু দান, মহান দানজাগ্রত- মানবিক অনুভূতি ।চক্ষুদানে হয় না ক্ষতি খুলবে দৃষ্টিহীনের,চোখের আলোর জ্যোতি ।
চক্ষুদানে, চোখ বেঁচে থাক অন্ধত্বের চোখ,আলোয় ভরে যাক …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা - চক্ষুদান 

কবি - রাজীব সেখ

তারিখ - 21/09/21


চক্ষু দান, মহান দান

জাগ্রত- মানবিক অনুভূতি ।

চক্ষুদানে হয় না ক্ষতি 

খুলবে দৃষ্টিহীনের,চোখের আলোর জ্যোতি ।


চক্ষুদানে, চোখ বেঁচে থাক 

অন্ধত্বের চোখ,আলোয় ভরে যাক ।

অন্ধত্ব নয় অভিশাপ 

চোখের জ্যোতি,পাক আলো পাক ।


চক্ষুদান মানে,আত্মার তৃপ্তি, মহান সেবা 

নিঃসন্দেহে পরোপকারী । 

চক্ষুদানে দৃষ্টিহীন পায় দৃষ্টি শক্তি 

পায় আলোর দিশারী ।


চোখ ছুঁয়ে যাক, চোখের আলো 

আলোয় কাটুক আঁধার ।

অন্ধত্বের অভিশপ্ত জীবনে-আশার আলো 

মনে- রঙিন স্বপ্ন বাঁচার ।


জাতি-ধর্ম-বর্ণ দল নারী-পুরুষ 

নির্বিশেষে-মানবতার কল্যাণে ।

চক্ষুদানে এগিয়ে এসো 

এসো অসহায় অন্ধত্বের আহবানে ।