সৃষ্টি সাহিত্য যাপন কবিতা- তৃষ্ণার্ত কলমে - পিয়ালী রায় কুণ্ডু তারিখ - ০৯ - ০৯ - ২১*************************
মানুষ বড়ই তৃষ্ণাত' স্বল্পে হয় না পরিপূর্ণ পরিতৃপ্ত
মনের আকাঙ্ক্ষা সব'দাই তাড়া করে বেড়ায় প্রাপ্তির ক্ষ…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা- তৃষ্ণার্ত
কলমে - পিয়ালী রায় কুণ্ডু
তারিখ - ০৯ - ০৯ - ২১
*************************
মানুষ বড়ই তৃষ্ণাত'
স্বল্পে হয় না পরিপূর্ণ পরিতৃপ্ত
মনের আকাঙ্ক্ষা সব'দাই তাড়া করে বেড়ায়
প্রাপ্তির ক্ষণ কে ফেলে হেলায়
সর্বদাই না পাওয়ার বেদনা
ক্ষোভ নিরাশা
পিপাসিত হৃদয়ে তাই জন্ম নেয় নতুন প্রত্যাশা
মনের অনন্ত তৃষ্ণা চলে বিশ্বের সন্ধানে
হৃদয়ই যে সুখের সম্ভার
কেই বা তা জানে
অবুঝ মন তাই নিরাশায় বাসা বাঁধে
পরিতৃপ্তির পাত্র টি অপূণ'ই থেকে যায়
নব প্রত্যাশিত হৃদয়ে তাই জেগে ওঠে স্বপ্নের জোয়ার
হৃদয়ের চাহিদা চিরকাল
অনেক কিছুর পেয়ে ও না পাওয়ার বেদনা থেকে যায় অনন্তকাল ।।