Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
 বিভাগ-কবিতা 
শিরোনাম - জীবনের নিত্যসঙ্গী বই
কলমে-অপর্ণা চক্রবর্ত্তী
তারিখ -০৬৷০৯৷২০২১
জীবনের সকল অবসাদের পরিত্রাতা বই
একমাত্র বন্ধু আমার তোমায় আঁকড়ে রই।
নিত্য প্রতিক্ষণের সঙ্গী তৃপ্তি পাই তোমাতেই
তুমি বিনা এ জীবন ক…

 


সৃষ্টি সাহিত্য যাপন


 বিভাগ-কবিতা 


শিরোনাম - জীবনের নিত্যসঙ্গী বই


কলমে-অপর্ণা চক্রবর্ত্তী


তারিখ -০৬৷০৯৷২০২১


জীবনের সকল অবসাদের পরিত্রাতা বই


একমাত্র বন্ধু আমার তোমায় আঁকড়ে রই।


নিত্য প্রতিক্ষণের সঙ্গী তৃপ্তি পাই তোমাতেই


তুমি বিনা এ জীবন কাটবে না যে কিছুতেই।


তুমি ছাড়া এজীবন  একেবারে অসম্পূর্ণ


তোমার বুকে মুখ গুঁজে সকল সাধ হয় পূর্ণ।


জীবনে প্রাপ্ত সকল বেদনা ভুলেছি তোমাকে বক্ষে জড়িয়ে


অপ্রাপ্তিকেও লব্ধ করেছি তোমার সুরে হারিয়ে।


তোমার পাতার ঘ্রাণে জাগ্রত অতীতের প্রাচীন সুবাস


তব প্রেম বিহনে জীবন জুড়ে ছড়ায় দুখের শ্বাস।


তব স্পর্শ সদা হৃদে জাগায় প্রেমের অনুভূতি


তব প্রেমে অনুভূত শিহরণ জাগায় দেহে দ্যুতি।


তোমার কালো অক্ষরের ভরা সকল কামনা


করেছি পূরণ অব্যক্ত মনের সহস্র বাসনা।


ট্রেনে বাসে সর্বত্র রয়েছো প্রিয় নিত্য সঙ্গী সম


তব স্পর্শে পূর্ণ সকল হৃদ আকাঙ্ক্ষা মম।


তোমার কালির আঁচড়ে রয়েছে ছড়ানো ভিন্ন বিন্যাস


পাঠকের হৃদয়ে দাগ কাটে গল্প,কবিতা ,প্রবন্ধ, উপন্যাস।


ছোট থেকে তুমি আমার  শয্যা সঙ্গী নিত্য


তুমি বিনা শয্যা লাগে সঙ্গীহীন রিক্ত।


ঘুমের মধ্যেও অহর্নিশি শব্দ সাগরে ডুব দিই বারে বারে


তোমার মধ্যে নিজেকে হারিয়ে খুঁজে ফিরি চুপি সারে।


জীবনে সকল প্রাপ্তির মধ্যে মহামূল্যবান সম্পদ তুমি


হাজার অপ্রাপ্তির মাঝে তোমায় পেয়ে ধন্য হয়েছি আমি।