Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপননেইশুভঙ্কর মজুমদার১৪/০৯/২০২১
আমি কি আজও জীবিত। না কি!  বাঁধন ছাড়তে পারিনি তোমার। সেদিন যে ,তবে এত আগুনআমার গায়ের ভেতর জ্বালা ফালা। আমি কি আজও জীবিত।  তবে ,কেন সেদিন এমন হলো। আমার তো ভুল হবার নয়, হ্যাঁ হ্যাঁতু…

 


সৃষ্টি সাহিত্য যাপন

নেই

শুভঙ্কর মজুমদার

১৪/০৯/২০২১


আমি কি আজও জীবিত। 

না কি! 

 বাঁধন ছাড়তে পারিনি তোমার। 

সেদিন যে ,তবে এত আগুন

আমার গায়ের ভেতর জ্বালা ফালা। 

আমি কি আজও জীবিত। 

 তবে ,কেন সেদিন এমন হলো। 

আমার তো ভুল হবার নয়, 

হ্যাঁ হ্যাঁ

তুমি সেদিন আমার মাথার কাছে বসে

কেঁদেছিলে কেঁদে। 

তবে কেন? 

আমি কি আজও জীবিত। 

সেদিন ঐ চূর্ণীর জলে মাটি ফেলে এলে, 

 শুধু মাটি ,নাকি

অস্থি টুকুও। 

তোমরা কেউ বলনা আমায়। 

কেউ বল, কেউ বল... 

আমি কি আজও জীবিত। 

তবে কেন আমি তোমাকে স্পর্শ করতে পারছি না

কেন তুমি বল, কেন? 

 সবাই কেন আজ চুপ করে বসে আছে? 

কেউ আমাকে ডাকছে না কেন? 

কেন বলছে না আই শুভ আই? 

 আমি কি সত্যিই নেই। 

না তোমরা ছলনা করছে আমার সাথে। 

বল আমায় বল। 

কেউ তো বল, একবার বল