#সৃষ্টি_সাহিত্য_যাপন#শিরোনাম_দিশারী#সুদেষ্ণা_চক্রবর্ত্তী#তারিখ_১৩_০৯_২০২১
(ত্রিপদী পয়ারে প্রথম প্রচেষ্টা 🙏🙏)
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো।তোমার পরশে ঘুচে যায় শেষে যা কিছু জীবনের কালো।।
তুমি…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
#শিরোনাম_দিশারী
#সুদেষ্ণা_চক্রবর্ত্তী
#তারিখ_১৩_০৯_২০২১
(ত্রিপদী পয়ারে প্রথম প্রচেষ্টা 🙏🙏)
পিতা স্বর্গ পিতা ধর্ম
পিতা জগতের আলো।
তোমার পরশে ঘুচে যায় শেষে
যা কিছু জীবনের কালো।।
তুমি মোর পিতা বিপদ হন্তা
হয়েছো বারেবারে ।
স্নেহের চাদরে. মমতা আদরে
রেখেছো যতন করে।।
গভীর স্নেহের সন্তান প্রেমের
মূর্ত প্রতিমূর্তি।
মহীরূহ হয়ে বিষাদে আর ভয়ে
রক্ষা করেছো নিরবধি।।
শত যাতনা সয়ে রোদ বৃষ্টি লয়ে
ছায়া দান করেছো আমারে।
লয়ে জ্বালা যন্ত্রণা সয়ে মর্ম বেদনা
যুঝেছো আপন শিয়রে ।।
তুমিই তো দিলে. স্নেহের আদলে
জীবনে চলার শিক্ষা।
ন্যায় আর নীতি. জীবনের রীতি
পথ চলারই দীক্ষা।।
জীবন সায়রে বেঁধে বাহুডোরে
জড়িয়ে রেখেছো তুমি।
পিতা তুমি মম ঈশ্বর সম
তোমারে নমি আমি।।