Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিষয় : আধুনিক কবিতা  শিরোনামে: পুরাতম ভৃত্য কলমে : যতীন দাশতারিখ :14.09.2021*******************************           # পুরাতন ভৃত্য #*******************************এমন একটা ছেলে আমার সাথে থাকে, ভূ ভারতে পাবেন…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিষয় : আধুনিক কবিতা 

 শিরোনামে: পুরাতম ভৃত্য 

কলমে : যতীন দাশ

তারিখ :14.09.2021

*******************************

           # পুরাতন ভৃত্য #

*******************************

এমন একটা ছেলে আমার সাথে থাকে, 

ভূ ভারতে পাবেনা তাকে!

আমাকে সারাদিন আগলে রাখে,

বিরক্ত হয়ে উঠি ওর ওই গা ঘেঁষে

ঘেঁষে বসে থাকা কে!

যেখানে যাই সেখানে এঁটোলি আঠার

মত সেঁটে খাকে!

কি খাবার টেবিলে,

কি হোটেলে 

কি বিয়ে বাড়িতে

যেখানেই খেতে বসবো

উনি ওখানে হাজির,.

নিজেও খাবে না আর খেতে দেবে না

আমাকে 

সারাদিন খালি ফলো করে

গোয়েন্দার মত!

কতবার তাড়িয়ে দিয়েছি

কিন্তু সেই পুরাতন ভৃত্যর মত

একরাশ চোখের জল নিয়ে

দরজার কাছে ঠায় দাঁড়িয়ে

থাকে!

এ এক অদ্ভুত ঝামেলায় পড়েছি

কোনো লুকোনা কাজ ওর সামনে

করতে পারি না :

কোনো মহিলার দিকেও তাকাতে

পারিনা ওর ভয়ে!

বেটা মাঝে মাঝে ভয় দেখায়!

ওর জন্যে বাড়িতে ম্যায়ফিলের

আসর বসাতে পারি না,!

কোনো মহিলা বন্ধু আসলে

বেশ, সেই যে ঘরে জেগে ঘুমিয়ে

থাকবে কুমিরের মত করে!

বোঝা মুশকিল!

একদম জীবনটাই তিতি বিরিক্ত

করে দিলো আমার!

দাদা গিরি করতে দেয় না

রাজনীতিতে ভাষণ দিতে দেবে না

বলে সব মিথ্যে প্রতিশ্রুতি!


মনের অবচেতন মনে ভাবি আর

স্বপ্নে বির বির করে বলি

বেটা কে বিদেশে চালান করে দেবো

আবার ভাবি থাক বেটা যতদিন

আমি থাকি এখানে!

একদিন আমাকে দেখে হাসতে

লাগলো :

আমি গরম ভাত খাচ্ছিলাম বলে

বেটা চিৎকার করে বলতে লাগলো

যে রাস্তার যারা রিক্সা চালায় আর

শিশুরা বড় বাবুদের গাড়ি শ্রাণ 

করায়!,

ওরা ঘাম বিক্রি করে সারাদিন,

আর ঘাম ফুটিয়ে সবাই খায়!

আর তুমি অফিস বাবু

আসি যাই মাইনে পাও!

তোমরা ঘামের দাম বুজবে না!,

খেয়ে নাও খেয়ে নাও,

কিন্তু লক্ষ লক্ষ মানুষ আর

পথ শিশুরা এই ভাত পায় না

ভুখা পেটে ঘুমিয়ে পরে

রাতের পর রাত

এই তিলোত্তমা শহরের ফুটপাতে!

তবু ওরা বেঁচে আছে

না খেতে পেয়ে!

এক মুটো সাদা গরম ভাত

পেতে ওদের পায়ের ঘাম মাথায়

ফেলতে হয়,

তবু বেঁচে আছে

আস্থাকুড়ের মত করে!