সৃষ্টি সাহিত্য যাপন:-সাগরের কথা27/9/21 -- আমিত বন্দ্যোপাধ্যায়
ফুল নয়..বাহারি পাতাও নয়মানুষটা শেকড় হতে গেলো..যেমনটা মাটি হয়..অতল দুরহ কলিষ্ঠ তবুও সে অলঙ্ঘ্যে কি যেন কুড়োতে গেলো সে মানুষ-চোখ …
সৃষ্টি সাহিত্য যাপন:-
সাগরের কথা
27/9/21
-- আমিত বন্দ্যোপাধ্যায়
ফুল নয়..বাহারি পাতাও নয়
মানুষটা শেকড় হতে গেলো..
যেমনটা মাটি হয়..অতল দুরহ কলিষ্ঠ
তবুও
সে অলঙ্ঘ্যে কি যেন কুড়োতে গেলো সে
মানুষ-চোখ কি অতো দেখতে পায়
আসলে সে ঈশ্বর তখন
আকরেই বুঝি তার কাজ
কতো কি মোহন স্পর্শমণি জুড়ে
পৌঁছে দিলো কতো ফুল কতো রং
শাখা প্রশাখায়
অরণ্য ছায়া এলো পাথর প্রান্তরেও
আমি তো মানুষ! ভাবিও না ভুলে
এ বুকে আনমনেও যতো শ্বাস নেই
চেতন অচেতনে যতো আখর আঁকি
অনায়াসে
কোথা থেকে এলো এতো সহজ...
ভুলে যাই সে সহজ বলেই নাকি
তবে সে তো ঈশ্বর!..সাগরের মতো
ক্ষমা সে করেই রাখে নিশ্চই
তাঁর সাগরে ঢেউ তুলে সে সাগরেই যে মিলাই