Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি-রঞ্জনী-সাপ্তাহিক-সেরা-সাহিত্য-সম্মাননা

মানুষ হবি//তুষার মণ্ডল২১//০৯/২০২১ছোট্ট ছিলেম ভালোই ছিলেমছিল খেলা পাতি হাতেবিপদ যত জুটল এসেবড় হতে না হতে।পাঠশালাতে পাঠিয়ে বাবাদিলেন বইয়ের বোঝাপড়ি সে সব কেমন করেমোটেই তা নয় সোজা।
অনেক পড়া পড়তে হবেলিখতে অনেক হবেবাবা মায়ের মোট…

 


মানুষ হবি//তুষার মণ্ডল

২১//০৯/২০২১

ছোট্ট ছিলেম ভালোই ছিলেম

ছিল খেলা পাতি হাতে

বিপদ যত জুটল এসে

বড় হতে না হতে।

পাঠশালাতে পাঠিয়ে বাবা

দিলেন বইয়ের বোঝা

পড়ি সে সব কেমন করে

মোটেই তা নয় সোজা।


অনেক পড়া পড়তে হবে

লিখতে অনেক হবে

বাবা মায়ের মোটা মাথায়

ঢুঁকবে সে সব কবে?

গাদা গাদা বইয়ের চাপে

আমি খাচ্ছি শুধু খাবি

বলল তারা খুব সহজে

পড়লে মানুষ হবি।

বন্ধুরা ও বলল সবাই

একটু খানিক পড়

দেশের সঙ্গে তাল মিলিয়ে

 রোজগার টাও কর।

পাঠশালাতে হয়না কভু

মজার তৈরী ফানুস

আয় বেশী তাই ভালো হলে

তখন হবি মানুষ।

+----------------------------------+

ফতেপুর //কয়থা //বীরভূম// পঃ বঃ //ভারত