Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
অনিয়মের শহরে
কানামাছি
নিয়মের দরবারে অনিয়ম এসে ঘাঁটি গেড়ে যায়,সহজ কথাটা আর সহজে বোঝার নয়ঘুর পথে খোঁজা হয় মানে ।ভানুমতির রকমারি চালে দিন যেন মনে হয় রাত,আসলে নকলে মেলা মেশায় জন্ম নেয় অদ্ভুতেরপাল ,পথ যেন মন…

 


সৃষ্টি সাহিত্য যাপন


অনিয়মের শহরে


কানামাছি


নিয়মের দরবারে অনিয়ম এসে ঘাঁটি গেড়ে যায়,

সহজ কথাটা আর সহজে বোঝার নয়

ঘুর পথে খোঁজা হয় মানে ।

ভানুমতির রকমারি চালে দিন যেন মনে হয় রাত,

আসলে নকলে মেলা মেশায় জন্ম নেয় অদ্ভুতের

পাল ,পথ যেন মনে হয় নদী ,রাজপথ রক্তে পিছল,

বিদ্রোহ দানা বেঁধে ওঠে ,তাও আবার দমিয়ে

রাখা হয় ছলে বলে ,

সবাইকে ধূলো দিয়ে চোখে 

কালো হাত মেরে কেটে খায় ।

এই দেখি সব সাদা সাদা ,ঐ দেখি সব নীলে নীল

তলে তলে যত জাল মালে 

ভরে যায় আমার শহর ,

একদিকে বড়ো বড়ো বাড়ি ,একদিকে শুধু কুঁড়ে ঘর ,একদল বিলাসিতায় ভাসে ,বাকি সব 

গোলোকধাঁধাঁয় ঘুরে ঘুরে হয়রান ,ঘাম ঝরে দিন

রাত তবু জোটে না নগন্য কোন সহায় সম্বল ।

সব আজ বাজে কাজের নেশায় আসল নকল

গেছে ভুলে ,সস্তায় মেলে যতটুকু তাও তো

কানা কাটা ছেঁড়া তাই নিয়ে যত কাড়াকাড়ি ,

মারামারি ধুন্ধুমার দশা , সব যেন পেশা হয়ে গেছে

সব যেন অভ্যাসের দাস ,দাসত্বের পরম্পরায়

গড্ডালিকা প্রবাহে ভেসে যায় ,

কাজের বাজারে ঢোকে চোর ,সিঁদ কেটে 

চাকরি বিকোয় লাখে লাখে ,অফিসে অফিসে

ঘুষ খাওয়া ,বাজারে বাজারে তোলাবাজি ,

দাদাগিরি ,লুটপাট মগের মুল্লুক যেন

আজকের বাজার আর হাট ।

ব্যবসায় মিথ্যার বহর ,লাভের অংক বেড়ে যায়

দালালিতে বখরাও মেলে 

অথচ চাষির মাথায় হাত ,

চাষে আর মন নেই কারো ,

ঘর থেকে খরচটা মিটিয়ে 

ফিরে আসে অনেকটা কম ।

সবাই এখন চাকরীর খোঁজে 

ছুটে চলে শহরে নগরে 

কেউ তবু ব্যবসাও পাতে 

তাতেও যে মেলে না সুফল ।


নিয়মের রকমারি দেখে মনে হয় 

আমিও কি ঠিক ? ঠিক আছে কি আমার 

কবিতা আমার ভাবনার বহর?

সব যেন জালিয়াতি মনে হয় 

সব যেন মুনাফার ঘোর ,

শিল্পীরা পড়ে পড়ে মার খায়

লাভ করে সুবিধাবাদী লোকজন ।


তাং-২৭/০৮/২০২১