সাংসারিক জীবন আবীর চ্যাটার্জী25.08.21
যতই তোমার বয়স বারুক ক্যালেন্ডারের পাতায় খুশী মনে থাকবে সদাই হেসে করবে জয়
সংসারের ঝামেলা অনেক সকাল থেকে সন্ধ্যা বাজারে গেলে মাথাটা ঘোরে শুনে জিনিসের দাম টা
বাজারে যাই টাকা নিয়ে যা লাগবে ত…
সাংসারিক জীবন
আবীর চ্যাটার্জী
25.08.21
যতই তোমার বয়স বারুক
ক্যালেন্ডারের পাতায়
খুশী মনে থাকবে সদাই
হেসে করবে জয়
সংসারের ঝামেলা অনেক
সকাল থেকে সন্ধ্যা
বাজারে গেলে মাথাটা ঘোরে
শুনে জিনিসের দাম টা
বাজারে যাই টাকা নিয়ে
যা লাগবে তার বেশী
বাড়িতে ফিরে এসে দেখি
সব খরচ করে এসেছি
গিন্নি বলেন ফেরত পয়সা
দাও তো আমাকে
গিন্নির দিকে তাকিয়ে বলি
ফেরত আসলে তো দেবো তোমাকে
রেগেমেগে গিন্নি বলেন
এই হল তোমার দোষ
যা দেই টাকা খরচা করাই
তোমার মহা দোষ
কি করে বলি গিন্নি তুমি
যাও একবার বাজার
জিনিসের দাম শুনলে পরে
খাবেই সিওর আছাড়
ইজি চেয়ারে বসলাম গিয়ে
টেবিলে পা তুলে
আঁড় চোখেতে তাকিয়ে দেখি
গিন্নির মুখটা আছে ফুলে
মিষ্টি করে একটু হেসে
বললাম ওগো শুনছো
বাজার থেকে গরম জিলিপি এনেছি
তোমার তো ভীষণ পছন্দ
বুঝেছি বলেই ঝামটি দিয়ে
দিল এক কাপ চা
একটু হেসে কইলাম তারে
তোমার হয়না তুলনা.
এক বাটি জিলিপি নিয়ে
গিন্নি বসল এসে পাশে
দুজনে দুজনার দিকে তাকিয়ে
দিলাম জোরে হেসে.