দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম ।।সংগ্রামজয়ন্ত দাস (পলাশ )নাট্যকর্মীসন্ধানী
এই মেয়েজানিস না তোরা ছটোজাত ,দিস না কোনো কিছুতে হাত ।
এই মেয়ে তুই ওদের ছুঁবি নাওরা তোর দেহ ছোঁবে
পশুবত ছুটে আসে হায়না ।এই মেয়ে ঐ দেখ ছুটে আসে নারীদেহ খাদক ।…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম ।।সংগ্রাম
জয়ন্ত দাস (পলাশ )
নাট্যকর্মী
সন্ধানী
এই মেয়ে
জানিস না তোরা ছটোজাত ,
দিস না কোনো কিছুতে হাত ।
এই মেয়ে তুই ওদের ছুঁবি না
ওরা তোর দেহ ছোঁবে
পশুবত ছুটে আসে হায়না ।
এই মেয়ে ঐ দেখ ছুটে আসে নারীদেহ খাদক ।
এই মেয়ে তুই হাতে পর
শিবাজী বাঘনোখ ।
উপড়িয়ে ফেল দুঃশাসনের চোখ ।
বুকের পাঁজর গড় ডিনামাইট দিয়ে ,
চোখে রাখ লেলিহান অগ্নিশিখা ,
শানিত খঞ্জর রাখ কুঞ্চিত কেশে ,
নরপশুটাকে নিয়ে যা অন্তিম শ্বাসে ।।
জানি তোর হবে সাজা ,
হয় মৃত্যু নয়তো কারাবাস ,
সাথে জরিমানা ।
তাই তুই হাতে রাখ
পুরো ষোলোআনা ।।