নিজস্ব সংবাদদাতা,শালবনী,পশ্চিম মেদিনীপুর.: বিগত বেশকিছু বছরের মতো ঐতিহ্য অনুসারে এবারেও শিক্ষক দিবসের দিন শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব। পাশাপাশি এদিন বিদায় সংবর্ধনা জানানো হলো বিদ্যালয়ের অ…
নিজস্ব সংবাদদাতা,শালবনী,পশ্চিম মেদিনীপুর.: বিগত বেশকিছু বছরের মতো ঐতিহ্য অনুসারে
এবারেও শিক্ষক দিবসের দিন শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব। পাশাপাশি এদিন বিদায় সংবর্ধনা জানানো হলো বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আল্পনা ভূঞ্যাকে। এদিনের অনুষ্ঠানের শুরুতে ড.সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে এবং বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত মণীষীর মূর্তিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.প্রসূনকুমার পড়িয়া। মেদিনীপুর কুইজ কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাত, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, ব্লাড ডোনার্স ফোরামের জেলা সম্পাদক জয়ন্ত মুখার্জি,ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক "শিক্ষারত্ন" ড.অমিতেশ চৌধুরী, কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা, প্রতিষ্ঠাতা সম্পাদক ড.মৌসম মজুমদার, সমাজকর্মী ফাকরুদ্দিন মল্লিক প্রমুখ।
সবুজায়নের বার্তা দিতে সমস্ত রক্তদাতা ও উপস্থিত অতিথিদের হাতে উপহার হিসেবে ফলের চারা তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শশাঙ্ক কুমার ধল । এদিনের শিবিরে ৮ জন মহিলা সহ মোট ৪৪ জন রক্তদান করেন। প্রসঙ্গত, বিদায়ী শিক্ষিকার কর্মজীবনের নানা দিক নিয়ে সহকর্মীদের লেখা সংকলন 'স্মৃতিসুধা' বিদায়ী শিক্ষিকাসহ অন্য শিক্ষক শিক্ষিকার হাতে তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক । তাছাড়া, দিনটি স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা "উজান"-এর ড.সর্বপল্লী রাধাকৃষ্ণান বিশেষ সংখ্যা প্রকাশিত হয় । মন্ত্রী শ্রীকান্ত মাহাত এই পত্রিকার পত্রিকার উদ্বোধন করেন ।
প্রধান শিক্ষক ড.প্রসূন কুমার পড়িয়া জানান, ছাত্র ছাত্রীদের দীর্ঘ অনুপস্থিতির জন্য মনখারাপের মধ্যেও আনন্দের ব্যাপার, মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে সফল রক্তদান কর্মসূচি আয়োজন ।