Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি রঞ্জনী সাপ্তাহিক সেরা সাহিত্য সম্মাননা

ভগবান জানে!বিভাগ - কবিতাসোমা দত্ত 10/9/2021
ইচ্ছে অপূরণে অভ্যস্ত,অস্বাভাবিক লাগে পূরণ হলেপরিতোষের কারণ যদি স্বার্থ হয় তবে ওটা কর্তব্য বোধের নাগালের বাইরে,আজ না আছে শাপ না বর, আছে সবই অচৈতন্যদেবের নামে।স্বেচ্ছায় মরণ চেয়েছিলেন পিতাম…

 


ভগবান জানে!

বিভাগ - কবিতা

সোমা দত্ত 

10/9/2021


ইচ্ছে অপূরণে অভ্যস্ত,অস্বাভাবিক লাগে পূরণ হলে

পরিতোষের কারণ যদি স্বার্থ হয় তবে ওটা কর্তব্য বোধের নাগালের বাইরে,

আজ না আছে শাপ না বর, আছে সবই অচৈতন্যদেবের নামে।

স্বেচ্ছায় মরণ চেয়েছিলেন পিতামহ ভীষ্ম; 

কারণ তিনি জানতেন সংসারের ছলচাতুরী, 

তাই আগেভাগে বরটা চেয়ে রেখেছিলেন পৈত্রিক সূত্রের ভাগিদারীতে।

নগ্নতা দেখনো কী দ্রৌপদীর বস্ত্রহরণের কারণ! 

ধর্ষিতা আঙুল দিয়ে দেখায় বলাৎকারের উলঙ্গ উল্লাস, রাজকীয় সম্ভ্রম অন্ধত্বকে স্বীকার করে নতজানু হয়ে। 

চার বর্ণের সামাজে অর্থ আর শক্তি, অবস্থানের হেরফেরে যত বিবাদী 

মস্তিষ্কের যত বাটপারি, অন্ধ রাজা আর আর তার রাণী।