Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি রঞ্জনী সাপ্তাহিক সেরা সাহিত্য সম্মাননা

তারিখ – ৭/৯/২১ 
ভালো থেকো মাডঃ সুজাতা ঘোষ
অনেকগুলো মেঘ জড়ো হলো কাছাকাছি  চারদিকে সাদা ঘোলাটে হতে না হতেইদু – এক ফোঁটা নাকে মুখে ছুঁয়ে গেল।মাটির সোঁদা গন্ধ পাক খাচ্ছে হাওয়ায়আর একটু অপেক্ষা করলেই শান্তি।
অনেকক্ষণ আগে ওরা আমাকে ফেলে দি…

 


তারিখ – ৭/৯/২১ 


ভালো থেকো মা

ডঃ সুজাতা ঘোষ


অনেকগুলো মেঘ জড়ো হলো কাছাকাছি  

চারদিকে সাদা ঘোলাটে হতে না হতেই

দু – এক ফোঁটা নাকে মুখে ছুঁয়ে গেল।

মাটির সোঁদা গন্ধ পাক খাচ্ছে হাওয়ায়

আর একটু অপেক্ষা করলেই শান্তি।


অনেকক্ষণ আগে ওরা আমাকে ফেলে দিয়ে গেছে, 

প্রয়োজনবোধ করেনি মাটি চাপা দেওয়ার, 

প্রয়োজনবোধ করেনি নাকের শ্বাস ছুঁয়ে দেখার, 

যখন মনে হয়েছে আর দরকার নেই

তখনই ছুঁড়ে ফেলে দিয়ে গেছে মাটির উপর।


সন্ধ্যে হতে এখনো অনেক দেরী

অন্ধকার হয়েছে ঝড় ওঠার জন্য।

কারোর সময় নেই ফিরে তাকানোর।

আমার মা আমাকে শরীর থেকে

ছিন্ন করেই আর এক মুহুর্ত সময় নষ্ট করে নি।


আমি বেশ হাত – পা নাড়ছি এখনো।

কুকুরগুলো আমার সারা শরীর জিভ দিয়ে

চেটে চেটে লালায় ভরিয়ে দিয়ে গেছে।

অচেনা অনুভূতি নড়েচড়ে বেড়াচ্ছে সারা শরীরে।

আমি তো জানিনা, মা কেমন করে আদর করে !


পিঁপড়া ছেকে ধরেছে সারা শরীরে

আমি যন্ত্রণায় ছটফট করে হাত - পা দাপাচ্ছি।

গায়ে বৃষ্টি পড়ছে বেশ জোরে।

ঠাণ্ডায় কিছুটা জ্বালা জুড়াচ্ছে

আমার আর শ্বাস নেওয়ার ক্ষমতা নেই

বেশিক্ষণ আর দেখতে হবে না এই তোমাদের।

শেষ হচ্ছি খুব আস্তে।


মা, ভালো থেকো।

আমি চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে

তোমাকে ছেড়ে বহুদূর।

মাটির সোঁদা গন্ধ হারিয়ে দিয়েছে

তোমার শরীরের রক্তের গন্ধ।


কোনদিন যদি মনে না পরে ভুলেও

শেষদিন মনে পড়বে নিশ্চয়ই।

এই মাটিতেই শেষ হবে তোমার শরীর

সেদিন মিশব তোমার সাথে।

কেউ আমাকে ছিনিয়ে নিতে পারবে না মাগো,

তোমারও দরকার হবে না মুখ লুকানোর।

সেইদিন আমি ঘুমাব তোমার কোলে

আজ বিদায়, ভালো থেকো মা।।


০ ----------------------- ০