Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি রঞ্জনী সাপ্তাহিক সেরা সাহিত্য সম্মাননা

শিক্ষক দিবস মালবিকা মজুমদার ০৫/০৯/২০২১------------------------
আগামীর মহীরূহ আজকের  শিশুরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক । 
নেটের মায়াজাল থেকে শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসার পথ পাক।
আবার বিদ্যালয়ের চত্বরে অনুরণন হোক সকালের জাতীয় প…

 


শিক্ষক দিবস 

মালবিকা মজুমদার 

০৫/০৯/২০২১

------------------------


আগামীর মহীরূহ আজকের  শিশুরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক । 


নেটের মায়াজাল থেকে শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসার পথ পাক।


আবার বিদ্যালয়ের চত্বরে অনুরণন হোক সকালের জাতীয় পার্থনা সঙ্গীতে।


রুটিন হোম ওয়ার্ক ভুলে যারার শাস্তির ভয়ে পড়তে বসার চাহিদা হোক।


ভালোবাসা বাৎসল্যে সহানুভূতিতে বাগানের সদ্য ফোঁটা কুঁড়িরা আলোর দিশায় পাপড়ি মেলুক।


আবার টিফিনের ঘন্টা বাজার অপেক্ষায় থাকুক শিশু মন।


মায়ের কাছে আবদার হোক নিত্যদিনের পড়া থেকে ছুটির।


এক বন্ধু অপর বন্ধুর দুঃখ কষ্ট ভাগ করে গলা জড়িয়ে বলুক আরো অনেক পথ আছে এগিয়ে যাবার।


টিফিন ভাগ করতে করতে নিজের খাবার অংশ তুলে দিক ক্ষুধার্ত বন্ধুর মুখে ।


ক্লাসরুমে চিৎকারে টিচার হোক একটু বিরক্ত, বকে উঠুক জোর গলায়। 


চকের আওয়াজে সকাল সকাল ঘুম ভেঙে উঠে ব্ল্যাকবোর্ডের চোখ কচলে তাকিয়ে দেখুক ভর্তি ক্লাসরুম। 


চকের সাদা রেখায় ফুটে উঠুক জীবনের কম্পাউন্ড ইন্টারেস্ট।প্যাসকেলের সূত্র, নাইট্রোজেন সাইকেল জীবনের জটিলতম সূত্র। 


ব্ল্যাকবোর্ডের স্বস্তিতে শ্রেণীর শিশুদের খেলার  ব্রেক টাইমে হাসির রোল উঠুক।


খেলার মাঠ ভরে উঠুক ছেলেমেয়ের খেলাধূলা শরীর শিক্ষায় আর বিশেষ উৎসবে।


ছুটির প্রতীক্ষার ঘন্টার প্রহর  গুণে  শিশু চোখের উজ্জ্বল হোক সংখ্যা সারি।


জন্মদিনের আনন্দে শুভেচ্ছায় আকাক্ষায়  শিক্ষকের পা ছুঁয়ে আশীর্বাদের হাতের স্পর্শ থাক শিশুর মাথায়।


যেই শিশুদের বাবা স্কুলের সামনে আইসক্রিম আলুকাবলি খেলানার পসরা সাজিয়ে বসতো দুবেলা দুমুঠো জোগাড়ে তাদের শিশুদের স্বপ্ন পূরণ হোক।


দেশ মায়ের প্রতিটি সন্তান যেন  প্রকৃত শিক্ষা ও স্বাস্থ্যের সাথে বাঁচার অধিকার পাক।