দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনামঃসাদাভাতকলমেঃসুজাতা ঘোষতারিখঃ২১ঃ০৯ঃ২১
রান্না করার মাঝে যখন শাড়ির আঁচলে মুছি হলুদমাখা হাতখানা......ঠিক তখুনি মনে পড়ে মসজিদ পাড়ার রিয়াজেরপাণ্ডুরোগে ভোগা ফ্যাকাশে মুখখানা.....!মন্দিরে মন্দিরে ঘুড়ে তার আ…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনামঃসাদাভাত
কলমেঃসুজাতা ঘোষ
তারিখঃ২১ঃ০৯ঃ২১
রান্না করার মাঝে যখন শাড়ির আঁচলে মুছি
হলুদমাখা হাতখানা......
ঠিক তখুনি মনে পড়ে মসজিদ পাড়ার রিয়াজের
পাণ্ডুরোগে ভোগা ফ্যাকাশে মুখখানা.....!
মন্দিরে মন্দিরে ঘুড়ে তার আম্মি খিচুড়ি পেলো অনেক......
কপাল এমন..., খাবার এলো ঘরে...
অথচ হলুদ মেশানো খাবার যে তার এক্কেবারেই নিষেদ........!!
হলুদ নাকি মাঙ্গলিক....সে নাকি সবেতেই শুভ...!
তবে, রিয়াজের মত হতভাগ্যদের কাছে হলুদও একটি সংকেত অশুভ......!!
আম্মি আঁখিতে আঁনশু নিয়ে আল্লাহরে ডাকে...
দূগ্গাকে বলিস আল্লাহ , কেউ একটু সাদাভাত যেন দেয় তাকে.......!