Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আলো ট্রাস্টের উদ্যোগে কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হলো " আন্তর্জাতিক সম্মান-২০২১" অনুষ্ঠান.

নিজস্ব সংবাদদাতা, কলকাতা....... বহু গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মান-২০২১ অনুষ্ঠান।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে কাজ করা, কলকাতা কেন্দ্রীক স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের উদ্যোগে কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত…



নিজস্ব সংবাদদাতা, কলকাতা....... বহু গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মান-২০২১ অনুষ্ঠান।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে কাজ করা, কলকাতা কেন্দ্রীক স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের উদ্যোগে কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হলো "আন্তর্জাতিক সম্মান-২০২১" অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ,কৃতি ব্যক্তিদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়াও এদিন "দিগন্ত" পত্রিকা প্রকাশিত হয়।


অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার, কবি ব্রত চক্রবর্তী, কবি দেবাংশু ঘোষ, অভিনেতা শুভদীপ চক্রবর্তী, সঙ্গীতশিল্পী সহেলী চক্রবর্তী, চিত্রশিল্পী কৌশিক হরি, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সমাজসেবী গৌতম কুমার ভকত, সমাজসেবী রীতা বেরা প্রমুখ। 

এদিনের অনুষ্ঠানে সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পান, ডঃ তমাল চক্রবর্তী, অভ্রজ‍্যোতি নাগ, রবিন প্রামানিক, চন্দন শতপথী, সুমন সাহু, বরুন কুমার দাস, গোপাল সাহা, সুদীপ্তা চক্রবর্তী দে, রাজ‍্যশ্রী মন্ডল, দীপান্বিতা সেন খান, পিন্টু সাউ, পারমিতা সাউ গিরি, দীপেশ দে, শ্রীকান্ত লোহার, দীপন সেনগুপ্ত, শিল্পী ঘোষ, প্রিয়া পাতর, অপর্ণা দুবে, দেবাশিস ভট্টাচার্য, পাপিয়া অধিকারী, ছন্দা জানা, রজত কর্মকার প্রমুখ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় জন্য সবাইকে ধন্যবাদ জানান আলোট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা।