সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম ঃ বার্তাকলমে ঃ অনন্ত বসুতারিখ ঃ ০৯/৯/২০২১
ভবে কত শত বৈচিত্র্যময় বার্তা।আবহাওয়া পূর্বাভাসের বার্তা,প্রীতি শুভেচ্ছা বিনিময়ের বার্তা,সুখে দুঃখে পাশে থাকার বার্তা।
বাস্তব ক্ষেত্রে সবই যে সংশয…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম ঃ বার্তা
কলমে ঃ অনন্ত বসু
তারিখ ঃ ০৯/৯/২০২১
ভবে কত শত বৈচিত্র্যময় বার্তা।
আবহাওয়া পূর্বাভাসের বার্তা,
প্রীতি শুভেচ্ছা বিনিময়ের বার্তা,
সুখে দুঃখে পাশে থাকার বার্তা।
বাস্তব ক্ষেত্রে সবই যে সংশয়াতীত,
কালের স্রোতে সব হয়ে যায় অতীত।
কোনো কিছুর উপর নেই আস্থা,
তাই আজ সকলের চরম দুরবস্থা।
জীবনে চলার পথে পাই কত আশ্বাস!
শেষমেষ ভাগ্য করে সতত পরিহাস।
সুখের বার্তায় মন হয় অতিশয় প্রফুল্ল
স্বার্থান্বেষী ধোঁকা দিয়ে সুখে হয় উৎফুল্ল।
মানবতার বা বিবেকের বার্তবহ বাণী
সমূহের কতটুকুই বা আমরা আজ মানি?
আত্মসুখ হেতু সমস্ত দিই জলাঞ্জলি,
এমনকি শেষে বাবা-মাকেও যাই ভুলি।