Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনপোষ না মানা ছবি গুলোকলমে_পলি ঘোষতাং_১০.৯.২০২১
তপ্ত দুপুর উপকূলেক্রোধ অনলে পুড়ে জানেযুদ্ধ করে তরবারি সন্ধি করে অভিমানে।
অনাদরে ভাঙছে ক্ষণঅবলীলায় ধনুক মনআদর মাখে অবহেলামাঝ নদীতে বারবেলা।
স্বপ্ন গুলো বিকৃতপরাহতে তি…

 


সৃষ্টি সাহিত্য যাপন

পোষ না মানা ছবি গুলো

কলমে_পলি ঘোষ

তাং_১০.৯.২০২১


তপ্ত দুপুর উপকূলে

ক্রোধ অনলে পুড়ে জানে

যুদ্ধ করে তরবারি

 সন্ধি করে অভিমানে।


অনাদরে ভাঙছে ক্ষণ

অবলীলায় ধনুক মন

আদর মাখে অবহেলা

মাঝ নদীতে বারবেলা।


স্বপ্ন গুলো বিকৃত

পরাহতে তিরস্কৃত

ভ্রষ্ট  আঘাত লক্ষ্য যার

কাঁটার মতো বেশুমার।


কী প্রয়োজন নেই তো কিছু

ডুবুক সূর্য সাঁকোর পিছু

প্রতীক্ষাতে কালো আঁধার

প্রহর আলো ক্ষণ ধরবার।


বুঝি সবই চোখেও সয়

মায়ার খেলা মায়ায় লয়

নাভি পিল্লাই ষোলো আনা

বাতাস  চেনায় সামিয়ানা।


কিনারে কাঁটা প্রেমের দাগ

অহং চুমে গহীন রাগ

প্রগাঢ় ধূমে গহীন স্রোত

পোষ না মানা মিঠাস রোদ।