Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লেখক শ্যামল কুমার ভঞ্জের কবিতা সংকলন "হারানো দিন"

বিশিষ্ট চিকিৎসক শ্যামল কুমার ভঞ্জ পেশার অবসরে সময় কাটান লেখা নিয়ে। বিভিন্ন ধরনের বই পড়ার পাশাপাশি নিজের মনের কথা লিখে ফেলেন। কখনো সেটা কবিতা কখনো বা গল্প। ছন্দ কবিতায় তিনি সাবলীল। এছাড়াও বিভিন্ন রম্যরচনার সাথে সাথে ভুতের গল্…

 


বিশিষ্ট চিকিৎসক শ্যামল কুমার ভঞ্জ পেশার অবসরে সময় কাটান লেখা নিয়ে। বিভিন্ন ধরনের বই পড়ার পাশাপাশি নিজের মনের কথা লিখে ফেলেন। কখনো সেটা কবিতা কখনো বা গল্প। ছন্দ কবিতায় তিনি সাবলীল। এছাড়াও বিভিন্ন রম্যরচনার সাথে সাথে ভুতের গল্প ও লিখতে ভালোবাসেন। ইতিমধ্যেই তাঁর কয়েকটি গা ছমছমে ভুতের গল্প নিয়ে লেখা বই "নিশা"প্রকাশ পেয়েছে। এখানে তাঁরই কিছু কবিতা সংকলন "হারানো দিন" প্রকাশিত হলো।

হারানো দিন

     দিন গুলো হারিয়ে গেলো

       যখন ছিলাম ছোটো,

 ভাই বোনেরা পাড়া জুড়ে

    ছিলাম পটের মত। 

বিকাল বেলা খালি গায়ে

   ধুলো মাটি মেখে,

খেলা হতো সবার সাথে

  আজ পাই না দেখে।

মাঠ আছে পাড়া আছে 

   খেলা হয়তো আছে

মোবাইল এ খেলছে খেলা

    গোপনে সব পিছে।

একটা ছিল টিভি পাড়ায়

 দেখতো সবাই মিলে

এখন টিভি ঘরে ঘরে

 দেখছে না কেউ খুলে।

রেডিও টা সারানো হতো

  এলেই মহালয়া,

ঘড়ি টিভি রেডিও সব

  নেইকো তাদের ছায়া

মাটির মা আজ কোটির ঘরে

 নিজের মা আজ মাঠে

 একটু পেটের জ্বালার তোরে

  মরছে খেটে খেটে।

          ✍️  শ্যামল কুমার।

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

দিন টা তখন ভালো ছিলো

 যখন ছিলাম ছোটো, 

মায়ের কাছে বায়না ধরি

  কিনতে মেলায় ফটো।

দিন টা আরো ভালো ছিলো

  যখন দুপুর রোদে

অনিল দাদু বাগান ছেড়ে

 ঘুরছে কি না ছাদে।

দিন টা আরো লাগতো ভালো

  বর্ষা আসলে বিকালে

বল টা নিয়ে পাড়ার ছেলে

  থাকতাম সবার নাগালে।

দিন টা অনেক ছিলো ভালো

   যখন যেতাম স্কুলে

কলা পাতা মাথায় দিতে

  বৃষ্টি যেতাম ভুলে।

ছোট্ট বেলা আসবে না আর

  জানতাম যদি কুলে

ছোটো বেলায় থেকে যেতাম

  আসতাম না আর ভুলে।

             ✍️ শ্যামল কুমার।

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

বাপ টা তো গেলো মরে

    মা টা রোগে ক্ষুদা য় ভুকে

বাচ্চা থেকে কাজে এলাম

     ছিলাম মনের দুঃখে।

 বাবুর বাড়ী ফুলের কাজ

      কিংবা বিয়ের বাড়ী

আজ আমরা পরিচয়ই

   নেইকো মোদের গাড়ী।

পাইনা খেতে দুটো ভাত

কিংবা পোড়া রুটি

কেউ দিচ্ছে ঝাঁটা র বাড়ী

 কেউ মারছে চটি।

পাথর চেটে মিট তো যদি

 ক্ষিদে মেটার জ্বালা

রাস্তা তে কি দাঁড়াতাম ভাই

 হাতে নিয়ে থালা ?

                 ✍️শ্যামল কুমার।

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

পরিচয়ই শ্রমিক মোরা 

   মোদের তুমি মেরোনা,

ক্ষিদে পেটে রাস্তা হেঁটে

     কি যে করবে করোনা।

ছিলাম মোরা দূর দেশেতে

   অনেক মানুষ এক ঘরে,

রাস্তা তে বের হবার পরে

  পুলিশ মারছে ধরে ধরে।

দেশ জুড়ে করোনা ভয়

 পুলিশ এর ভয় রাস্থায় ,

হাতে ধরে ছোটো শিশু 

 বাকি মাথার বস্থায় ।

মরবো কিসে বলতে পারো

   ক্ষিদে তে না করোনা ,

পা ধরে আজ বলছি মোরা

   আর ধরে কেউ মেরোনা ।

বুড়ো বাপ টা পড়ে আছে 

    মা গেছে আজ রেশনে,

যদি কিছু জুটে খাবে

 রান্না করে এক সনে ।

 পথ পানে অন্ধ মা টা 

 চোখ টা তার আর সরে না, 

করুন সুরে বলছি মোরা 

 আর মোদের কেউ মেরোনা।

                 ✍️শ্যামল কুমার।

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

নিজের বউ টা কাঁসা পিতল

 অন্যের বউ সোনা,

নিজের হাঁচি ঠাণ্ডা লেগে

 অন্যের টা করোনা।

নিজের বেটা বারে বসে

 ইস্কুলে দেয় ফাঁকি

অন্যের টা টুকলি করে

সেটাই বলে হাঁকি।

নিজের বেলায় খুবই সাধু

 পরের বেলায় চোর

নিজেই পড়ি ড্রেনের নিচে

  অপর গাঁজা ক্ষোর ।

 পরের দেখে ঈর্ষা করি

নিজেই সাধু সাজি

চারটে আঙ্গুল আমার দিকে

  এক দেখালে পাজি।

           ✍️শ্যামল কুমার।

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

ডেঙ্গি মশার এ কয়

  কি করলে দাদা,

স্প্রে দিয়ে দিন রাত

 করে না কেউ কাঁদা।

কলেরা এলো গেলো

 মরলো না কেউ

মানুষ তো বেঁচে গেলো

 ডাকে না তো ঘেউ।

কত পড়া শুনা করে

হয়ে গেলো বেকার 

ম্যালেরিয়া কলেরা

 হলো না তো সকার।

এই দেশের স্কুল গুলোর

 কিচ্ছু নেই দাম

মশা মাছি মানুষ ছেড়ে

 খাচ্ছে পোকা আম।

বিদেশের ডিগ্রি দামী

 বাড়ায় নিজের মান

করোনা এলো চিন থেকে

 চারি দিকে স্বসান।

তাই বলি দাদা মশা 

বিদেশ ঘুরে এসো

তার পরে যা হোক একটা

চেম্বার খুলে বসো।

আছে তো সুপার বস

 নাম যার করোনা

মানুষ বলবে হাত জুড়ে

   আর তুমি ধরোনা।

আমি আছি মশা আছে

 আর আছে মাছি,

কাছে গিয়ে কেল্লা ফতে

 দিলে একটা হাঁচি।

                ✍️শ্যামল কুমার।

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

কথা রাখেনি কেউ 

জিতলে আমি ভরিয়ে দেবো

নানান শিল্পের ঢেউ।

 তোমরা আমার মাসী পিসি

তোমরা দাদা ভাই

দুঃখ সবার ঘুচিয়ে দেবো

যদি মন্ত্রী হই।

কথা রাখেনি কেউ

তোমায় আমি ভরিয়ে দেবো

সোনা রুপোর ঢেউ।

তুমি আমি চন্দ্র মুখী 

তুমি চুনি পান্না

এসব কথা প্রেমের শুরু 

পরে জুটে কান্না ।

            ✍️ শ্যামল কুমার ।

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

মরণ আজি দুয়ার সমুখে

 দাঁড়িয়ে নিয়ে ঝুলি,

নেতারা সব মিষ্টি ভাষায়

 উড়ায়ে মধুর বুলি।

কেউ বা কাঁদে গলায় ধরি

 কেউ বা কাঁদায় মন

সে জন কাঁদে আকুল হয়ে

 হারিয়েছে যে প্রিয় জন।

অমর যেথা সত্য আজিকে

   মধু বিজড়িত বাণী,

সার্থের কাছে হারিয়ে যে গেছে

 করছি যে হানাহানি।

কত কে আসিল কত না আসিবে

  সাজিয়ে কাঁসর ঘণ্টা

কেউ বা বলে হরি বল বলো

  করুন কারুর মন টা।

গদির নেশায় রাজা রানী আজ

   মেতেছে মারণ খেলায়

প্রজারা আজ চিতায় কবরে

 কিংবা কলার ভেলায়।

বাতাস আজই এতো দামী

কিনতে হচ্ছে ছুটি,

চা এর টেবিল তৈরি করতে

 কাটছি গাছের খুঁটি।

স্বাস্থ্য মোদের সম্পদ আজ

মনে পড়লো বুঝি,

 বাঁচার জন্য ঝুলি নিয়ে 

  কোথায় জীবন খুঁজি!

           ✍️ শ্যামল কুমার।

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹