Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেধাবী কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করলো বাঁকুড়া বিশ্বপ্রেমিক সঙ্ঘ

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া....... বিগত বছরগুলির ন্যায় এবছরও মেধাবী, কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে এগিয়ে এলো বাঁকুড়া বিশ্বপ্রেমিক সংঘ l "বাঁকুড়া বিশ্ব প্রেমিক সঙ্ঘ " নামক আশ্রমের প্রয়াত অধ্যক্ষ মানবপ্রেমিক সন্ন্য…

 


নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া....... বিগত বছরগুলির ন্যায় এবছরও মেধাবী, কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে এগিয়ে এলো বাঁকুড়া বিশ্বপ্রেমিক সংঘ l "বাঁকুড়া বিশ্ব প্রেমিক সঙ্ঘ " নামক আশ্রমের প্রয়াত অধ্যক্ষ মানবপ্রেমিক সন্ন্যাসী স্বামী প্রশান্তানন্দ মহারাজজীর পুণ্য স্মৃতির উদ্দেশ্যে সঙ্ঘের দুই সদস্য এবং স্কুল শিক্ষক নরেন্দ্র নাথ চক্রবর্তী এবং স্কুল শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী, হাড়মাসড়া গ্রামের দুই ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তিন কৃতি ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করলেন l হাড়মাসড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির সাংস্কৃতিক মঞ্চে শারদীয়া স্মরণিকা প্রকাশের পরই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয় l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়মাসড়া উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহ প্রধান শিক্ষক রঞ্জিত চক্রবর্তী, হাড়মাসড়া উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক উদ্ধব সিংহ মহাপাত্র এবং সুকুমার প্রামানিক,এই অনুষ্ঠানের উদ্যোক্তা শিক্ষক নরেন্দ্র নাথ চক্রবর্তী এবং হেরম্ব নাথ চক্রবর্তী,উৎসব কমিটির পক্ষে চিন্ময় মাঝি, কর্ণ ভূষণ সরকার এবং ছোটগল্পকার অদ্বৈত রায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ l


পুরস্কার স্বরূপ প্রত্যেককে সুদৃশ্য ট্রফি, ইংরেজি বাংলা অভিধান, স্বামী বিবেকানন্দের ভাবাদর্শের পুস্তক, মেডেল, এবং করোনা সতর্কতার জন্য এন-৯৫ মাক্স ও স্যানিটাইজার তুলে দেওয়া হয় l রঞ্জিতবাবু তাঁর বক্তব্যে মানবপ্রেমিক সন্ন্যাসী স্বামী প্রশান্তানন্দ মহারাজ জীর জীবনাদর্শ তুলে ধরেন এবং গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত ও পুরস্কৃত করার জন্য তাঁরই প্রাক্তন ছাত্র ও বর্তমান স্কুলশিক্ষকদ্বয়ের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন l এই বছরের পুরস্কার বিজেতা কৃতি ছাত্র- ছাত্রীরা হলো তিথি পাত্র,সেখ রেজ্জাক ও সুমন পাত্র l


সমগ্র অনুষ্ঠানটি কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠিত হয় l অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক ও স্কুল শিক্ষক রনজিৎ মান্ডি l