Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম : কথার আড়ালে কিছু কথাকলমে : রাজা চক্রবর্তীতারিখ : ২৪/১০/২১
কথার আড়ালে অনেক কথা এখনো জেগে আছে,সে কথার মানে তুমি ভুল বুঝোনা।ব্যথার আড়ালে অনেক ব্যথা আজও ঘুমিয়ে আছে,সে ব্যথার ঘুম তুমি ভাঙিয়ো না।চলার পথে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম : কথার আড়ালে কিছু কথা

কলমে : রাজা চক্রবর্তী

তারিখ : ২৪/১০/২১


কথার আড়ালে অনেক কথা এখনো জেগে আছে,

সে কথার মানে তুমি ভুল বুঝোনা।

ব্যথার আড়ালে অনেক ব্যথা আজও ঘুমিয়ে আছে,

সে ব্যথার ঘুম তুমি ভাঙিয়ো না।

চলার পথে অনেক চলার সময় এখনো বাকি আছে,

সে চলার পথে তুমি সঙ্গো ছেড়ো না।


বৃষ্টি হবার কথা ছিল, মেঘের মিছিল ছিল আকাশে,

মেঘের মিছিলের ভিড়ে, তুমিও ছিলে আশ্বাসে।

তুমি সেই মেঘেদের মিছিলে হারিয়ে যেও না,

বৃষ্টি হয়ে ফিরবে তুমি আমাকে ভিজিও না।


মেঘ তো বিদায় নিলো, নীল ছিটিয়ে গেলো আকাশে,

আসবে আবার ফিরে, আমাকে ঘিরবে মনের হতাশে।

তুমি সেই মনেদের কখনো আঘাত দিও না,

তুমি আগুন হয়ে জ্বলে আমাকে পুরিও না।


তুমি মেঘেদের সিঁড়ি ভেঙে বাতাসকে ঘোড়া বানিয়ে,

বাতাসের সাথে মাঝপথে হারিয়ে যেও না।

তুমি রাতের আকাশে তারাদের ভিড়ে লুকোচুরি খেলো,

ভোরের আকাশে তুমি লুকিয়ে পরো না।

তুমি সাগরের মাঝে দিক হারিয়ে ভাটিয়ালি সুর গাও,

সুরের দোলাতে তুমি ঘুমিয়ে পরো না।


R.c..@..24/10/21.