Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম -আগন্তুককলমে - ঝুমা মল্লিক২৪।১০।২০২১
তোমার কাছে এসেছি অবেলায়      বসন্ত শেষেএসেছি বধূ বেশে,সেই দেশেলাল,হলুদে,নীলে হয়েছে কথা।মুছে যায় সকল ব্যথা।
বেলা শেষেস্রোতে ভেসে দেখেছি কেউ কোথাও নেই !চেনা মুখ অচেনা হয়েছেশুধু পাখিরা সন্ধ…

 


শিরোনাম -আগন্তুক

কলমে - ঝুমা মল্লিক

২৪।১০।২০২১


তোমার কাছে এসেছি অবেলায়

      বসন্ত শেষে

এসেছি বধূ বেশে,সেই দেশে

লাল,হলুদে,নীলে হয়েছে কথা।

মুছে যায় সকল ব্যথা।


বেলা শেষে

স্রোতে ভেসে 

দেখেছি কেউ কোথাও নেই !

চেনা মুখ অচেনা হয়েছে

শুধু পাখিরা সন্ধ্যায় ঘরে ফিরেছে।


আজ এসেছি

কাল থাকবো না জানি

জীবনের গদ্য কথা বলবো আমি

সব জানে অন্তর্যামী ।


প্রথম দিনের, না বলা যতকথা

 অবেলায় থাক সেকথা।

 আজ এসেছি বধূ বেশে

 তোমার দেশে।

আলো-আঁধারিতে পথ চিনে নিতে হয়

দুঃখের কথা ভুলতে হয়।

যা আছে তোমার উঠোন জুড়ে

তাই রেখো রাঙতায় মুড়ে।

সুখী হও,সাথে সুখী করো সবারে

আমিও ভালো থাকবো তারপরে।