Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম:-"বিত্তশালীর যোগ্যতা"কলমে:- প্রদীপ কুমার মিশ্রতারিখ:-২৫-১০-২০২১
কি করে কি হবে যোগ্যতার প্রমান হবে,শুধালে পরিমাণ সুধা নেই হারাম।পারতো পক্ষে বলা যায় কিছু কাজের অছিলায়,অঙ্গভঙ্গি জালে স্নিগ্ধ …

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

শিরোনাম:-"বিত্তশালীর যোগ্যতা"

কলমে:- প্রদীপ কুমার মিশ্র

তারিখ:-২৫-১০-২০২১


কি করে কি হবে 

যোগ্যতার প্রমান হবে,

শুধালে পরিমাণ 

সুধা নেই হারাম।

পারতো পক্ষে বলা যায় 

কিছু কাজের অছিলায়,

অঙ্গভঙ্গি জালে 

স্নিগ্ধ সায়াহ্ন কালে।


যে জন দেখায় কলম খাতা

কৃপা করে বিধাতা, 

সংকেতের সিলেবাসে 

দাঁত টিপে হাঁসে।

পরিজনের চেহারায় 

অমিলের ছায়ায়, 

যোগ্যতার মাপকাঠি

হিসেবের পরিপাটি। 


কোথা হতে কোথা যায় 

নাম না জানা ঠিকানায়, 

আবিষ্কার হোলে নতুনত্ব

তার মধ্যে অভিনবত্ব। 

অচেনা মুখ অচেনা মন 

কে সুজন কে দুর্জন,

কোন জন বিত্তশালী 

কে মহাধনী কারে বলি। 


প্রয়োজনের অতিরিক্ত 

তথাপি না হয় মুক্ত,

সেই হতে পথে পথে 

রাখে না কেউ হাতে নাতে। 

বলছি আর বলছি

যে যা বলে শুনেছি, 

দুর দেশের নানান কথা

লিখে যাই মনের কথা।