Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন ২৪/১০/২০২১বিভাগ ঃ- কবিতা শিরোনাম ঃ "ছায়াপথ"কলমেঃ- প্রসেনজিৎ সেন (যীশু) 
"মেমসাহেব ",,,,,,,,,!একদিন উড়ে আসি, আরআমি মৃত্যু লিখেছি আমার।
মহাশূন্যে বাসা বেঁধে আছি অল্পসল্প বন্ধন প্রয়াসীআঁকড়ে থাকি…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

২৪/১০/২০২১

বিভাগ ঃ- কবিতা 

শিরোনাম ঃ "ছায়াপথ"

কলমেঃ- প্রসেনজিৎ সেন (যীশু) 


"মেমসাহেব ",,,,,,,,,!

একদিন উড়ে আসি, আর

আমি মৃত্যু লিখেছি আমার।


মহাশূন্যে বাসা বেঁধে আছি 

অল্পসল্প বন্ধন প্রয়াসী

আঁকড়ে থাকি মাটিরঙা নারী

ফসল ফলাতে আমি পারি 

ধানের শীষের মতো মেয়ে 

জাগরিত আমার এ দেহে

হাওয়া এসে নেড়ে দেয় শীষ

সাক্ষী হতে বাড়িতে আসিস।


এ জীবন প্রার্থনার মতো 

রোজ লেখা এলে ভালো হতো

লেখা নয়,রোজ আসে ঝড়

মহাশূন্যে দুলে ওঠে ঘর 

তারাদের ধুলো ঢোকে চোখে 

মৃত্যু ভালোবাসে অন্ধকে

সে- মহান ধূলিঝড় আছে 

জীবনের - আনাচে - কানাচে 

তোমাদেরও যেই কাছে যাবে 

ঠিক করো কী কী সামলাবে। 


ছিলো এক বকুল গাছ 

মা'র পোঁতা আমার আন্দাজ 

বড় হই তার ছায়া মেখে 

পল্লীকবি লাজুক প্রত্যেকে

তারপর নারীগন্ধ শিখি 

আলেয়ার আলো জ্বেলে লিখি 

চুম্বনের সমস্ত বানান 

দেহ এসে দগ্ধ করে যান। 


সেও এক অন্ধকার রীতি 

তারাদের ধুলোমাখা স্মৃতি 

পরিদের দল আসে যায় 

বুনো ঘর কবিতা লুকায়।

একদিন কেউ নেই আর

সমস্ত বাড়িতে অন্ধকার 

পথ এসে ঢুকে গেল ঘরে 

সত্যি বলছি অক্ষরে- অক্ষরে

তারপর কিছু মনে নেই

পথ এসে মিশেছে পথেই


বন্ধনহীন স্বপ্নময় ছুট 

মহাশূন্যে ছুটেছে বিদ্যুৎ

বন্ধুদল পিছু পিছু ধায়

পাণ্ডুলিপি পৃথক তাকায়।


সেই থেকে ছায়াপথে আমি 

বাস করি...শান্ত পাগলামী...

"মেমসাহেব"-তোকে ভালোবাসি 

নীল আকাশে ফিরে ফিরে আসি

ধানশীষ মাথা নাড়ে ক্ষেতে

'পাগল'- বলে ডাকে সংকেতে

মনে কোনো খেদ নেই আর 

'লেখা'- আজ আমার সংসার


কিন্তু কবি কতটুকু পারে

কল্পস্বর্গ গড়ার ব্যাপারে??