Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

** স্বর্গ কার ?**      কলমে---শিবপ্রসাদ মণ্ডল।   ২১/১০/২১
সৃষ্টি সাহিত্য যাপন
*----দেবদেবীদের দশা দেখলে    ভীষণ কষ্ট পাই,মোদের আছে অনেককিছু    ওদের কিছুই নাই।অমর হয়ে দেবদেবীরা      এদিক ওদিক ঘুরে,পড়াশোনা নাইকো স্বর্গে    শুধুই মজ…

 


** স্বর্গ কার ?**

      কলমে---শিবপ্রসাদ মণ্ডল।

   ২১/১০/২১


সৃষ্টি সাহিত্য যাপন


*----

দেবদেবীদের দশা দেখলে

    ভীষণ কষ্ট পাই,

মোদের আছে অনেককিছু

    ওদের কিছুই নাই।

অমর হয়ে দেবদেবীরা

      এদিক ওদিক ঘুরে,

পড়াশোনা নাইকো স্বর্গে

    শুধুই মজা করে।

দিন হোক বা রাত্রি হোক

     সবসময়ই খেলা,

নাচ গান আর হৈ-হুল্লোড়

     প্রতিদিনই মেলা।

মোরা ছিলাম বনের হনু

      এখন মহান নর,

সব পশুদের বনে রেখেই

      গড়ছি আমরা ঘর।

গবেষণার ফসল দিয়ে

        বানাই এরোপ্লেন,

কম্পিউটার ও মোবাইলে

        খেলছি নানান গেম।

কে বলবে এক সময়ে

       ন্যাংটা ছিলাম মোরা,

গাছের ছাল বসন ছিল---

        তাতেই লজ্জা মোড়া।

এখন পরি প্যান্ট ও সার্ট

        মাথায় পরি টুপি,

ধুতি- পাঞ্জাবী - ওড়না পরে

        আমরা দারুন হ্যাপী।

হেলিকপ্টার এরোপ্লেন--

      যা' খুশি চাই--- পাই,

দেবদেবীরা মোদের কাছে

       অনেক তুচ্ছ তাই।

গবেষণায় অনেককিছু

      করছি আবিষ্কার,

রাতকে মোরা দিন করছি ,

        দিনকে অন্ধকার।

এবার মোরা দেবদেবীদের 

       করবো আক্রমণ,

মিসাইল আর অ্যাটম বোম্বে

        হবেই যে দমন।

তীর,গদা ,আর বর্শা নিয়ে

          লড়বে কতক্ষণ !!!

ধ্বংস হবে স্বর্গরাজ্য ,

          ইন্দ্রদেবের পতন !!!

কোন সে সত্যযুগ থেকে

        পূজছি ওদের মোরা,

আমরা হবো দেব ও দেবী

          পূজবে এবার ওরা।

সবাই মোরা অসুরদের

         দোষটা দিয়েই থাকি,

ইচ্ছে করেই অন্ধকারে

         পায়ের তলায় রাখি।

কার ইচ্ছে হয়না কভু

        চড়তে আলোর রথে।

স্বর্গে যেতে সবার মন

        হাঁটতে স্বর্গপথে।

হেসেখেলে আর স্ফূর্তি করে

        জীবন যাদের কাটে,

এমনটা দিন আসবেই

         হারতে হবে হাটে।

স্বর্গরাজ্য তাদের হবে--

         করবে যারা শ্রম,

দেবদেবীরা থাকবে মর্তে ;

         নয় যেএটা ভ্রম।

          ***

কর্ম করলে স্বর্গলাভ

         সব মানুষের হয়,

অলস হলে জীবনসূর্য

        মেঘে ঢাকাই রয়।

        *****