Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:ডাইরিকলমে: বিমান বিশ্বাসতারিখ:০১_১০_২০২১
বাস ভাড়া সামান্য বাড়লেওমনের অসুখ বেড়েছে তার থেকে কয়েক গুণতাই বর্ষার আগেই হৃদয় কোণে ঘনিয়ে এসেছে ঘনকালো মেঘের ঘনঘটা।তুমি কথা দিয়েছিলে সকল বাস্তবিক সমস্যাকে দ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:ডাইরি

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:০১_১০_২০২১


বাস ভাড়া সামান্য বাড়লেও

মনের অসুখ বেড়েছে তার থেকে কয়েক গুণ

তাই বর্ষার আগেই হৃদয় কোণে ঘনিয়ে এসেছে 

ঘনকালো মেঘের ঘনঘটা।

তুমি কথা দিয়েছিলে 

সকল বাস্তবিক সমস্যাকে দূরে সরিয়ে 

ফিরবে তুমি আমার কাছে।


কই,

পারলে কি!

নিত্য যাত্রীদের মতোই তোমার কথার নিত্য যাওয়া আসা।

মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে 

আইন রক্ষাকারী কি লরি ছেড়েই খালাস পায় 

তাদের তো কর্তব্য পালনে দৃঢ় সংকল্প থাকতে হয়।


  কিন্তু তোমার বেলায়

এর বিপরীত অবস্থান কেনো?


শহরের যানজটের মতোই...

স্তব্ধ হয়ে যাচ্ছে আমার ভাবনা গুলো 

হৃদয়ে বাসা বেঁধেছে ভুলে না থাকার ব্যাধি।


তুমি হয়তো জানো না,

তোমার দেওয়া সেই ডাইরিটা 

আজো বুকে আগলে রাখি।

তার প্রতি পাতায় পাতায় লিখে রাখি তোমার দেওয়া মরীচিকাসম প্রেমের পাণ্ডুলিপি, অবহেলার ধূসর ছাই, অপমানের কাঞ্চিভরম আর লাঞ্ছনার রূপকথা।


প্রেমের অঘ্রাণ কেটে গিয়ে আসে লালপেড়ে শাড়ির অভাবের দান,

পৃথিবীর দ্রাঘিমা ডিঙোনো প্রেমের বুঝি এমনি পরিনতি

তাই আজো ডাইরির পাতায় পাতায় মুখ গুঁজে শুয়ে আছে মৃত স্বপ্নের শব,

পাতা গুলো কুঁকড়ে কুঁকড়ে কাঁদে

হৃদয় ভাঙার যন্ত্রণা তারা সইতে পারে না আর।


জানো প্রিয়তা

তোমার দেওয়া ডাইরির প্রচ্ছদ কালো হলেও 

প্রতিটি পাতা ভিজে গেছে হৃদপিণ্ড খুবলে খাওয়া রক্তের স্রোতে!


তারা আজ মুক্তি চায়

কিন্তু কি করবো বলো!

আমি তো তাদের ছাড়তে নারাজ 

তোমার ভালোবাসা যে ছড়িয়ে আছে কালো অক্ষরের বর্ণের ছটায় ছটায়

তাকেই আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টায় থাকি সর্বক্ষণ।


কিন্তু শেষ রক্ষা হবে কি?

আমি ঠিক জানি না

তুমি যদি জানো তবে জানিও

আমি প্রতীক্ষায় থাকবো কিছু দিন।


তারপর হয়তো

ডাইরির ছেঁড়া পাতার মতন একদিন

বৈশাখী ঝড়ে উড়ে যাবো কোনো এক নির্জন দ্বীপে।


মনে পড়ে তোমার

তোমাকে বলেছিলাম একদিন

আমাকে কোনো নির্জন দ্বীপে দ্বীপান্তরে পাঠালে 

আমি পাবো পরম মুক্তি, শান্তির কোলাহলে যাবো ডুবে।


দ্বীপান্তরে একাকী নিহারিকার মতন মিটিমিটি জ্বলবো 

তোমার দেওয়া ডাইরিতে মুখ গুঁজে। 

আর চেয়ে চেয়ে দিন গুনবো 

তোমার ফেরার অপেক্ষার।


Copyright © All Rights Reserved To Biman Biswas