Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতার শিরোনাম:রাতকলমে:অরিজিৎ ঘোষ (৩০/০৯/২১)
রাত আমার বড্ড চেনা,তাকে আমি সেই চোখে দেখেছি যে চোখে নিজেকে চিনতে পারি,একদম পাশে থেকেই শুনতে পেয়েছি তার প্রশ্বাস নিঃশ্বাস, সে যেন পা টিপে টিপে এসে আর হিম হেসে নিঃশব্দ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতার শিরোনাম:রাত

কলমে:অরিজিৎ ঘোষ (৩০/০৯/২১)


রাত আমার বড্ড চেনা,তাকে আমি সেই চোখে দেখেছি যে চোখে নিজেকে চিনতে পারি,

একদম পাশে থেকেই শুনতে পেয়েছি তার প্রশ্বাস নিঃশ্বাস, সে যেন পা টিপে টিপে এসে আর হিম হেসে নিঃশব্দে আমার ভেতরেই ঢুকে গেল,

বুঝতে পারলাম আমি রাতের আবেশে পরাশ্রয়ী।

আমিও একা রাতও একা, বুঝতে পারছি তাকে নিয়েই আছি, সে আমাকে একদমই চিৎকার করতে দেয় না,অথচ আমি চাই আমার বলা কথা গুলো সুরের ভাষায় ছড়িয়ে পড়ুক আমাকে খুশি করতে, বারবার তাকে আমি দেখতে পাই, দেখি,

সে আমার হাতে কলম তুলে দেবে কিন্তু কথা বলতে দেবে না, ওর স্বভাব থেকে ওকে অতিক্রম করা না জানি কত মুশকিল, তার বিশেষ কামড়ে তুমি ঝিমিয়ে পড়বে সমুদ্র মন্থনে জেগে ওঠা ঐ বিষের মত, তার গন্ধে তুমি ডুবে যাবে অচেনা গুহায় ছড়িয়ে পড়া গাছের শিকড়ের মতই গভীরে,

তার বিশালতায় তুমি নিজের তুচ্ছ এবং অতীব ক্ষুদ্রতাকে প্রত্যক্ষ করবে, পরীক্ষা করতে পাবে বারবার, তার অগাধ ও অবাধ নিস্তব্ধতায় যে সত্যিটা লুকিয়ে আছে সে বারবার তোমাকে চিনিয়ে দেবে জীবন কি, তুমি নির্ঘাত বুঝতে পারবে সে ইচ্ছা করলে কিভাবে সে তার সর্বগ্রাসী ক্ষিধে নিয়ে গ্ৰাস করতে পারে কতোকিছু,সে কালের চাকায় আটকে নিজের রূপেই,নিজের ইচ্ছা ছাড়াই কেবল নিয়মের নিখুঁত যাঁতাকলে সতত ও সত্যিতে সে বর্তমান, সে কাউকে ভয় খাওয়াতে চায় না, আমরাই তাকে সবাই ভয় খাই কেবল তারই নিজস্বতায়। সে তোমাকে প্রতিনিয়ত জানায় নিস্তব্ধতার একটা আলাদা ভাষা আছে, নিশ্ছিদ্র নীরবতাও কথা বলে, সেই তোমাকে প্রতিনিয়ত ভাবায় রাতের বেলায় তুমি অন্য মানুষ হয়ে যাও কেন, সেই তোমায় সারা দিনের শেষে তোমাকে দিয়েই তোমার জীবন চেনায়, তারই আবেশে এবং তারই আবর্তনে ঠিক ওই কালো রাতেই তোমার ধূসর তন্তু ভীষণ সক্রিয় হয়ে ওঠে। সেই তোমার চেতনাকে খুঁচিয়ে জাগিয়ে তোলে এবং তুমি মুঠোয় নিয়ে চলে আসো গোটা পৃথিবীটাকে আর চলতে থাকে তোমার কলম, এই রাতেই তুমি একা একাই ব্যস্ত থাকো অথচ এই সময়ে কেউই তোমায় চিনতে পারবে না কারণ রাত তোমায় আগলে রেখেছে তার অন্ধকারের বিশ্বস্ত চাদরে, সেই গোপন অন্ধকারেই অবিরাম "সৃষ্টি" করে চলেছে তোমার মধ্যে লুকিয়ে থাকা অন্য এক তুমি। রাত এসেছে বলেই পৃথিবীটা আছে অনেক দূরে কিন্তু তুমি সেই দূরের পৃথিবীর প্রতিটি ঘটনার মাপজোপ করে চলেছো একদম নিজের ইচ্ছায়। রাতের ঘুমন্ত পৃথিবীর প্রতিটা কুঠুরিতে ঢুকে তুমি সবার অজান্তে আবিষ্কার করে চলেছো প্রতিটা রহস্যের প্রথম ও শেষ। তুমি স্বীকার করো আর নাই করো রাতই তোমায় বাঁচতে শিখিয়েছে, আর এভাবে চলতে চলতে একদিন রাতেই হয়তো তুমি মুক্ত হবে, শিকড় ছিঁড়ে ত্যাগ করবে পৃথিবীর পরিচিত মাটি,

সেই তোমাকে চুপচাপ কেড়ে নিয়ে যাবে অন্য জগতে, হয়তো সেখানে তুমি একদমই অনভিজ্ঞ, সেখানেই শুরু করবে নতুন জীবন।

সে গল্প তুমি আজ ভাবতেই জানো না, অদ্ভুতভাবে কেউই জানে না ,সে এক অন্য রাতের গল্প, সে রাত কেউ দেখেনি, তুমিও না আমিও না, আদৌ সেই রাত আলো না অন্ধকার তাই বা কে জানে!!!!!!!


                               # সমাপ্ত #