Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ:- কবিতাশিরোনাম:- সুখের চাবিকলমে:- শিবানী চ্যাটার্জ্জীতারিখ:-৩০/১০/২১
সুখের ঘরের চাবির তোড়া সবার পিঠে থাকে,সময় হলে ঠিকই এসে পেছন থেকেই ডাকে।চিরটাদিন একভাবে যে যায় না কারো দিন,উল্টে পাল্টে সুখ দুঃখ মেটায়…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ:- কবিতা

শিরোনাম:- সুখের চাবি

কলমে:- শিবানী চ্যাটার্জ্জী

তারিখ:-৩০/১০/২১


সুখের ঘরের চাবির তোড়া সবার পিঠে থাকে,

সময় হলে ঠিকই এসে পেছন থেকেই ডাকে।

চিরটাদিন একভাবে যে যায় না কারো দিন,

উল্টে পাল্টে সুখ দুঃখ মেটায় মনের ঋণ।

সত্য কিন্তু মানতেই হয় জীবন তরীর মাঝে,

তরী চলে নিজের মতো সকাল থেকে সাঁঝে।

জোয়ারভাটায মানিয়ে সবাই দেখো সামনের পথ,

এভাবেই তো সুখে দুঃখে ঠিক চলছে জীবন রথ।

হাসি কান্না জন্ম মৃত্যু সবকিছু করে মনকে সিক্ত, 

অশ্রুর সাথে আনন্দাশ্রু করে না কখনো রিক্ত।

সুখের চাবির তোড়া যখন আসবে হাতে ভাই,

আনন্দেতেও টুটবে ঘুম খুশির সীমা যে নাই।

দুখেও জল,সুখেও জল ফারাক শুধু সময়,

মানিয়ে নিয়ে পথ চলতে ঈশ্বর দেন অভয়।

লোকের সুখে মুখ বাড়িয়ে লাভ কিছু না হয়,

নিজের সুখের চাবির তোড়া আসলে পরে জয়।

আঁকাবাঁকা স্রোতে এভাবেই জীবনের পথ চলা,

সুখনিদ্রার স্বপ্নের মাঝে গানের সুরেলা গলা।

মেনে নিয়ে হোক পথ চলা সুন্দর পৃথিবী মাঝে,

সময়ের সাথে হাসিমুখ রেখে সুখদুঃখের ভাঁজে।