Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন                 
                    ভরসা      কেশব মণ্ডল ( হঠাৎ-কবি )                ২৮।১০।২১
আস্থায় জেনো আস্থা সবার আছেগোঁফে আমার তেল তো দিতেই পারিহোক না যতই কাঁঠাল আজো গাছে।ভাববো সবাই ওই যে যেটা আকাশ ফুঁড়েহা…

 


সৃষ্টি সাহিত্য যাপন                 


                    ভরসা

      কেশব মণ্ডল ( হঠাৎ-কবি )

                ২৮।১০।২১


আস্থায় জেনো আস্থা সবার আছে

গোঁফে আমার তেল তো দিতেই পারি

হোক না যতই কাঁঠাল আজো গাছে।

ভাববো সবাই ওই যে যেটা আকাশ ফুঁড়ে

হাওয়াই জাহাজ যাচ্ছে কোথাও উড়ে।

ওরই মাঝে হয়তো সকাল সাঁঝে

আস্থা মোদের ব্যস্ত নিজের কাজে।

মন ভোলানো গুণের মোহে

মন মাতানো নাতনী ওহে।

উড়ান শেষে ফিরবে জানি হেসে

নিজের মতন সহজ সরল বেশে।

আমরা কাঙাল বলেই ভালোবেসে 

লাগে লাগুক যতই সে একপেশে।

কারণ তুমি নও তো জানি যে সে

কষ্ট করে সময় করে একটু তবু এসে,

ঘাম মুছিয়ে স্নেহের শীতল পরশে


হোক না কেবল কাজের বেলার শেষে।।


   ……………………………………………..